Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
A
আইন
B
প্রথা
C
শুল্ক
D
রাজস্বনীতি
উত্তরের বিবরণ
‘Custom’ শব্দের অর্থ হচ্ছে — কোনো সমাজের প্রথা, অভ্যাস বা রীতিনীতি।
অন্যদিকে,
‘Customs’ শব্দের অর্থ — শুল্ক বিভাগ বা কাস্টমস অফিস।
‘Act’ শব্দের অর্থ — আইন বা বিধান।
‘Duty’ শব্দের অর্থ — শুল্ক বা কর।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago
‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’- অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
Created: 1 week ago
A
কানা ছেলের নাম পদ্মলোচন
B
ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
C
অসারের তর্জন-গর্জন সার
D
আসলে মুঘল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
ক্ষমতাহীন ব্যক্তি সাধারণত আস্ফালন বেশী করে। এটা আসলে তার অনেক ক্ষমতা আছে এটা বুঝানোর ই একটা প্রচেষ্টা মাত্র।

0
Updated: 1 week ago
"Coast" এর সঠিক বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 week ago
A
উপনিবেশ
B
প্রতিলিপি
C
উপকূল
D
মূল্য
ইংরেজি শব্দ ও বাংলা পরিভাষা:
-
Coast: উপকূল
-
Cost: মূল্য
-
Copy: প্রতিলিপি
-
Colony: উপনিবেশ
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
-
বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা

0
Updated: 1 week ago
'রসিদ' কোন ভাষার শব্দ?
Created: 2 days ago
A
আরবি
B
ফারসি
C
উর্দু
D
হিন্দি
• রসিদ (বিশেষ্য পদ),
- ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- পণ্য পরিবহনের জন্য ভাড়া আদায়ের দলিল।
• ফারসি ভাষার কিছু শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায, রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ, বান্দা, আমদানি, সবজি, রসিদ।

0
Updated: 2 days ago