Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
A
আইন
B
প্রথা
C
শুল্ক
D
রাজস্বনীতি
উত্তরের বিবরণ
‘Custom’ শব্দের অর্থ হচ্ছে — কোনো সমাজের প্রথা, অভ্যাস বা রীতিনীতি।
অন্যদিকে,
‘Customs’ শব্দের অর্থ — শুল্ক বিভাগ বা কাস্টমস অফিস।
‘Act’ শব্দের অর্থ — আইন বা বিধান।
‘Duty’ শব্দের অর্থ — শুল্ক বা কর।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
0
Updated: 3 months ago
স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 3 weeks ago
A
বিসর্গ (ঃ)
B
য-ফলা (্য)
C
চন্দ্রবিন্দু (ঁ)
D
অনুস্বার (ং)
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনিগুলোর উচ্চারণের সময় সাধারণত বায়ু কেবল মুখ দিয়ে বের হয়, কারণ তখন কোমল তালু (soft palate) স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু যখন উচ্চারণের সময় কোমল তালু কিছুটা নিচে নেমে যায়, তখন বায়ুর একটি অংশ নাক দিয়েও বের হয়। এই অবস্থায় উৎপন্ন স্বরধ্বনিগুলোকে বলা হয় অনুনাসিক স্বরধ্বনি। এই অনুনাসিকতার চিহ্ন হিসেবে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়।
তথ্যসমূহ:
-
মৌলিক স্বরধ্বনি সংখ্যা: ৭টি।
যথা — [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]। -
অনুনাসিক স্বরধ্বনি সংখ্যা: ৭টি।
যথা — [ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]।
অতিরিক্ত তথ্য:
-
অনুনাসিক স্বরধ্বনির সময় শব্দ উচ্চারণে এক ধরনের নাসিক অনুরণন বা ধ্বনিগত স্পন্দন সৃষ্টি হয়, যা স্বরের স্বাভাবিক ধ্বনি থেকে ভিন্ন শোনায়।
-
অনুনাসিক ধ্বনি ব্যবহারে শব্দে এক প্রকার মাধুর্য ও শ্রুতিমাধুর্যতা যুক্ত হয়, যা বিশেষ করে কবিতা, সংগীত বা আবেগঘন ভাষায় লক্ষ্য করা যায়।
0
Updated: 3 weeks ago
বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
Created: 3 months ago
A
উনিশ
B
কুড়ি
C
একুশ
D
বাইশ
উপসর্গ
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।
• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
0
Updated: 3 months ago
'হলাহল' এর বিপরীতার্থক শব্দ-
Created: 1 month ago
A
হরণ
B
হরিষ
C
বিষাদ
D
সুধা
'হলাহল' এর বিপরীতার্থক শব্দ হলো সুধা / অমৃত। এখানে শব্দদ্বয়ের অর্থ ভিন্ন হলেও তারা পরস্পরের বিপরীতার্থক রূপে ব্যবহৃত হয়।
-
হলাহল: কাল-কূট; দেবাসুর কর্তৃক সমুদ্রমন্থনে উত্থিত তীব্র বিষ
-
সুধা: অমৃত, জ্যোৎস্না, গঙ্গা, জল
অন্যদিকে আরও কিছু বিপরীতার্থক শব্দ হলো—
-
হর্ষ/হরিষ: বিষাদ
-
হরণ: পূরণ
উৎস:
0
Updated: 1 month ago