কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
A
ব্রজাঙ্গনা
B
বিলাতের পত্র
C
বীরাঙ্গনা
D
হিমালয়
উত্তরের বিবরণ
বীরাঙ্গনা কাব্য (১৮৬২)
-
এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি পত্রকাব্য (চিঠির আকারে লেখা কবিতা)।
-
বাংলা সাহিত্যে পত্রকাব্যের এটি ছিল প্রথম উদাহরণ।
-
রোমান কবি ওভিদের ‘Heroides’ কাব্য অনুসরণে এটি লেখা হয়।
-
এই কাব্যে মোট ১১টি পত্র (চিঠি) আছে।
-
যেমন:
-
দুষ্মন্তের প্রতি শকুন্তলার চিঠি,
-
দশরথের প্রতি কৈকেয়ীর চিঠি,
-
সোমের প্রতি তারা,
-
নীলধ্বজের প্রতি জনার চিঠি — এসব বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
-
পৌরাণিক নারীদের নতুনভাবে জীবন্ত করে তুলেছেন কবি। তারা এখানে নিজের ভালোবাসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ করতে দ্বিধা করে না।
-
এই সাহসী রচনার জন্য তখন মধুসূদন অনেক সমালোচিত হয়েছিলেন।
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪–১৮৭৩)
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে (কপোতাক্ষ নদীর তীরে)।
-
পরিবার: জমিদার পরিবারে জন্ম।
-
পিতা: রাজনারায়ণ দত্ত (কলকাতার নামকরা উকিল)।
-
মাতা: জাহ্নবী দেবী।
-
-
শিক্ষা:
-
১৮৩৩ সালে হিন্দু কলেজে ভর্তি হন।
-
বাংলা, সংস্কৃত, ফারসি ভাষা শেখেন।
-
ছাত্রজীবনেই বিভিন্ন পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হতে থাকে।
-
-
১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং তখন থেকেই তাঁর নাম হয় “মাইকেল মধুসূদন দত্ত”।
-
মৃত্যু: ১৮৭৩ সালের ২৯ জুন, স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর তিন দিন পর কলকাতায় মারা যান।
তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য (গীতিকাব্য)
-
মেঘনাদবধ কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী (বাংলা সনেট)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্য চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
Created: 1 month ago
A
প্যারীচাঁদ মিত্র
B
মোহিতালাল মজুমদার
C
বিহারীলাল চক্রবর্তী
D
মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্য চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।
এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষটক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষটকে ভাবের পরিণতি থাকে। বাংলায় চতুর্দশপদী কবিতার জনক – মাইকেল মধুসূদন দত্ত।

0
Updated: 1 month ago
নিচের কোনটি বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য?
Created: 2 days ago
A
বৃত্রসংহার
B
রৈবতক
C
মেঘনাদবধ কাব্য
D
মহাশ্মশান

0
Updated: 2 days ago
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
Created: 46 minutes ago
A
কৃষ্ণকুমারী
B
ব্রজাঙ্গনা
C
পদ্মবতী
D
তিলোত্তমাসম্ভব
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হলো কৃষ্ণকুমারী। নাটকটির রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। এ নাটকের কাহিনি সংগৃহীত হয়েছে উইলিয়াম টডের “রাজস্থান” নামক গ্রন্থ থেকে। নাটকটি রচিত হয় ১৮৬০ সালে এবং প্রকাশিত হয় ১৮৬১ সালে। এ নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে— কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম সিংহ, জগৎসিংহ ও ধনদাস প্রমুখ।
অন্যদিকে, বাংলা সাহিত্যের প্রথম কেমেডি নাটক হলো পদ্মাবতী। মাইকেল মধুসূদন দত্ত রচিত তিলোত্তমাসম্ভব কাব্য বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। তাঁর আরেকটি উল্লেখযোগ্য কাব্য ব্রজাঙ্গনা, যা মূলত রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য।

0
Updated: 46 minutes ago