ভারতবর্ষের সমর ইতিহাসে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন-
A
ইব্রাহীম লোদী
B
সম্রাট আকবর
C
জহির উদ্দিন মুহাম্মদ বাবর
D
সুলতান হুমায়ুন
উত্তরের বিবরণ
১৫২৬ খ্রিস্টাব্দের ২১ এপ্রিল, ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়, যা পরিচিত পানিপথের প্রথম যুদ্ধ নামে। এই যুদ্ধই ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটায়।
-
যুদ্ধে অংশ নেন লোদী বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদী এবং মধ্য এশীয় বিজেতা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
-
এই যুদ্ধের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটে এবং মুঘল শাসনের ভিত্তি স্থাপিত হয়।
-
ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, জহির উদ্দিন মুহাম্মদ বাবরই প্রথম ভারতীয় উপমহাদেশে কামানের ব্যবহার করেন।
-
তাঁর তোপখানাভিত্তিক সামরিক কৌশল ও সংগঠিত যুদ্ধনীতির ফলেই তিনি ইব্রাহিম লোদীর বিশাল সেনাবাহিনীকে পরাজিত করতে সক্ষম হন।

0
Updated: 18 hours ago