ইসলামের ইতিহাসে 'ভাতা পদ্ধতি' প্রবর্তক করেন-
A
হযরত আবু বকর (রাঃ)
B
হযরত উমর (রাঃ)
C
হযরত ওসমান (রাঃ)
D
হযরত আলী (রাঃ)
উত্তরের বিবরণ
খলিফা হযরত উমর (রা.) ইসলামী রাষ্ট্রব্যবস্থায় এক সুবিন্যস্ত রাজস্ব ও ভাতা বণ্টন ব্যবস্থা প্রবর্তন করেন, যা প্রশাসনিক দক্ষতা ও ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করে।
-
সামরিক ও বেসামরিক কর্মচারীদের বেতন প্রদানের পর অবশিষ্ট অর্থ তিনি তালিকা অনুসারে ভাতা (Pension) হিসেবে জনগণের মাঝে বণ্টন করতেন।
-
এ ভাতা বণ্টনে একটি অত্যন্ত নিয়মতান্ত্রিক ও শ্রেণিবিন্যস্ত পদ্ধতি অনুসরণ করা হতো।
-
প্রথম স্তরে ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রীরা ও পরিবারের সদস্যরা,
আর শেষ অর্থাৎ সপ্তম স্তরে ছিলেন মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণকারীরা। -
এই সুবিন্যস্ত ভাতা ব্যবস্থা ইতিহাসে পরিচিত “উমরের দিওয়ান” নামে, যা ইসলামী প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থার এক অগ্রগামী ও সংগঠিত দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত।

0
Updated: 18 hours ago
খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় কোন্ মতবাদের উদ্ভব হয়?
Created: 5 days ago
A
আশআরী
B
মুতাজিলা
C
মুরজিয়া
D
খারেজী
মুতাযিলা (Mu‘tazila) ছিল ইসলামের ইতিহাসে একটি যুক্তিবাদী ও দার্শনিক চিন্তাধারার সম্প্রদায়, যারা ধর্মীয় বিষয়গুলোকে যুক্তি ও বুদ্ধির আলোকে বিশ্লেষণ করার পক্ষে ছিল।
মূল ধারণাসমূহ—
-
মুতাযিলারা বিশ্বাস করতেন, বুদ্ধিই সত্য ও মিথ্যা নির্ধারণের মূল মানদণ্ড।
-
তারা মানব স্বাধীন ইচ্ছা (Free Will)-এর পক্ষপাতী এবং নিয়তিবাদের (Fatalism) বিরোধী ছিল।
-
আব্বাসীয় খলিফা আল-মামুন (খলিফা: ৮১৩–৮৩৩ খ্রি.) এই মতবাদকে রাজধর্ম হিসেবে স্বীকৃতি দেন।
-
আল-মামুনের শাসনামলে মুতাযিলা মতবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় এবং বৈজ্ঞানিক ও দার্শনিক গবেষণার উন্মেষ ঘটে।
-
এই কারণে তাঁর যুগকে ইসলামী সভ্যতার জ্ঞানচর্চার স্বর্ণযুগ বলা হয়।

0
Updated: 5 days ago
কোন্ যুদ্ধের মাধ্যমে সাময়িক ভাবে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে এবং পুনরায় আফগান শাসন প্রতিষ্ঠিত হয়?
Created: 1 day ago
A
চৌসার যুদ্ধ
B
বিলগ্রামের যুদ্ধ
C
গোগরার যুদ্ধ
D
খানুয়ার যুদ্ধ
১৫৪০ খ্রিস্টাব্দের ১৭ মে, কনৌজের নিকটবর্তী বিলগ্রাম নামক স্থানে মুঘল ও আফগান বাহিনীর মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে বিবেচিত।
-
এই যুদ্ধে সম্রাট হুমায়ুন দুর্ভাগ্যবশত আফগান শাসক শের শাহ সূরির হাতে পরাজিত হন।
-
শের শাহের জয়লাভের ফলে মুঘল সাম্রাজ্যের সাময়িক পতন ঘটে এবং তিনি ভারতে আফগান শূরী বংশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন।
-
শের শাহের শাসনামল ছিল প্রশাসনিক দক্ষতা, রাজস্ব সংস্কার ও সড়কব্যবস্থা উন্নয়নের জন্য বিশেষভাবে স্মরণীয় ও প্রভাবশালী।

0
Updated: 1 day ago
মূল আরবগন কোন ব্যক্তির বংশধর?
Created: 1 day ago
A
হযরত আদম (আঃ)
B
কাহতান
C
জারহাম
D
ইয়ারব
আরবে আরিবা (Arabian Arabs) অর্থ প্রকৃত আরব। এরা ছিলেন প্রাচীন আরব জাতিগুলোর মধ্যে অন্যতম, যারা আরব ভূমিতে স্থায়ীভাবে বসতি স্থাপন করে সভ্যতার ভিত্তি গড়ে তোলে।
-
আরবে বায়িদা জাতির বিলুপ্তির পর যারা প্রথমে আরব দেশে আবাস স্থাপন করেছিল, তাদেরকে আরেবে আরিবা বলা হয়।
-
তারা নিজেদেরকে ইয়ারুব ইবনে কাহতান (বা কাহতানের বংশধর) হিসেবে গর্বের সঙ্গে পরিচিত করত।
-
এরা মূলত ইয়েমেন বা দক্ষিণ আরব অঞ্চলে বসবাস করত, তাই তাদেরকে ইয়েমেনি আরব নামেও ডাকা হতো।
-
এই জাতিই পরবর্তীতে আরব সংস্কৃতি, ভাষা ও বংশপরম্পরার প্রকৃত ধারক হিসেবে স্বীকৃত হয়।

0
Updated: 1 day ago