আবুল আব্বাস পরিকল্পিতভাবে কোথায় উমাইয়া বংশীয় ৮০ জনকে নৃশংসভাবে হত্যা করেন?
A
কুফায়
B
গীলান
C
আবু ফ্রুটস
D
তাবারিস্তান
উত্তরের বিবরণ
আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফফাহ উমাইয়া শাসনের অবসান ঘটিয়ে ইসলামের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেন। তবে তাঁর ক্ষমতা প্রতিষ্ঠা ছিল অত্যন্ত রক্তক্ষয়ী ও নির্মম।
-
তিনি প্যালেস্টাইনের আবু ফুত্রস (Abu Furtus) নামক স্থানে উমাইয়া বংশের প্রায় ৮০ জন সদস্যকে আমন্ত্রণ জানিয়ে বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করেন।
-
শুধু তাই নয়, নিহতদের দেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা হয়, যা তাঁর প্রতিহিংসাপরায়ণতার এক নির্মম উদাহরণ।
-
তবে মুয়াবিয়া (রা.) ও দ্বিতীয় উমর (উমর বিন আবদুল আজিজ)-এর কবরসমূহ এই ভয়াবহ অপমান থেকে রক্ষা পায়।
-
এই নিষ্ঠুর কর্মকাণ্ডের কারণেই ইতিহাসে আবুল আব্বাসকে “আস-সাফফাহ”, অর্থাৎ “রক্তপিপাসু” উপাধিতে অভিহিত করা হয়।

0
Updated: 18 hours ago
ইসলামের ইতিহাসে 'ভাতা পদ্ধতি' প্রবর্তক করেন-
Created: 18 hours ago
A
হযরত আবু বকর (রাঃ)
B
হযরত উমর (রাঃ)
C
হযরত ওসমান (রাঃ)
D
হযরত আলী (রাঃ)
খলিফা হযরত উমর (রা.) ইসলামী রাষ্ট্রব্যবস্থায় এক সুবিন্যস্ত রাজস্ব ও ভাতা বণ্টন ব্যবস্থা প্রবর্তন করেন, যা প্রশাসনিক দক্ষতা ও ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করে।
-
সামরিক ও বেসামরিক কর্মচারীদের বেতন প্রদানের পর অবশিষ্ট অর্থ তিনি তালিকা অনুসারে ভাতা (Pension) হিসেবে জনগণের মাঝে বণ্টন করতেন।
-
এ ভাতা বণ্টনে একটি অত্যন্ত নিয়মতান্ত্রিক ও শ্রেণিবিন্যস্ত পদ্ধতি অনুসরণ করা হতো।
-
প্রথম স্তরে ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রীরা ও পরিবারের সদস্যরা,
আর শেষ অর্থাৎ সপ্তম স্তরে ছিলেন মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণকারীরা। -
এই সুবিন্যস্ত ভাতা ব্যবস্থা ইতিহাসে পরিচিত “উমরের দিওয়ান” নামে, যা ইসলামী প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থার এক অগ্রগামী ও সংগঠিত দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত।

0
Updated: 18 hours ago
সমসাময়িক অমুসলিম নৃপতিগণের মধ্যে রাসুল (সাঃ) সর্বপ্রথম কার কাছে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে পত্রযুগে দূত প্রেরণ করেন?
Created: 18 hours ago
A
পারস্য সম্রাট
B
রোমান সম্রাট
C
ইয়েমেন অধিপতি
D
আবিসিনিয়ার বাদশাহ
৬২৮ খ্রিস্টাব্দে, হুদায়বিয়ার সন্ধির পর মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলাম প্রচারের পরিধি বিস্তারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী অমুসলিম শাসকদের কাছে দাওয়াতপত্র প্রেরণ করেন। এর মাধ্যমে ইসলাম আন্তর্জাতিক পর্যায়ে প্রচারের এক নতুন অধ্যায়ের সূচনা হয়।
-
সমসাময়িক অমুসলিম শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম আবিসিনিয়ার (ইথিওপিয়া) রাজা নজ্জাশী-এর নিকট ইসলাম গ্রহণের আহ্বানবাহী পত্র প্রেরণ করেন।
-
রাজা নজ্জাশী মহানবীর বার্তা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন এবং ইসলাম সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন।
-
পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলমানদের আশ্রয় ও সহায়তা প্রদান করেন।
-
এই ঘটনা ইসলামী ইতিহাসে শান্তিপূর্ণ দাওয়াত, কূটনৈতিক প্রজ্ঞা ও আন্তঃধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

0
Updated: 18 hours ago
খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় কোন্ মতবাদের উদ্ভব হয়?
Created: 5 days ago
A
আশআরী
B
মুতাজিলা
C
মুরজিয়া
D
খারেজী
মুতাযিলা (Mu‘tazila) ছিল ইসলামের ইতিহাসে একটি যুক্তিবাদী ও দার্শনিক চিন্তাধারার সম্প্রদায়, যারা ধর্মীয় বিষয়গুলোকে যুক্তি ও বুদ্ধির আলোকে বিশ্লেষণ করার পক্ষে ছিল।
মূল ধারণাসমূহ—
-
মুতাযিলারা বিশ্বাস করতেন, বুদ্ধিই সত্য ও মিথ্যা নির্ধারণের মূল মানদণ্ড।
-
তারা মানব স্বাধীন ইচ্ছা (Free Will)-এর পক্ষপাতী এবং নিয়তিবাদের (Fatalism) বিরোধী ছিল।
-
আব্বাসীয় খলিফা আল-মামুন (খলিফা: ৮১৩–৮৩৩ খ্রি.) এই মতবাদকে রাজধর্ম হিসেবে স্বীকৃতি দেন।
-
আল-মামুনের শাসনামলে মুতাযিলা মতবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় এবং বৈজ্ঞানিক ও দার্শনিক গবেষণার উন্মেষ ঘটে।
-
এই কারণে তাঁর যুগকে ইসলামী সভ্যতার জ্ঞানচর্চার স্বর্ণযুগ বলা হয়।

0
Updated: 5 days ago