আবুল ফজলের হত্যাকারী কে?
A
বীরবল
B
টোডর মল্ল
C
বীর সিংহ বুন্দেলা
D
জুম্মার সিংহ
উত্তরের বিবরণ
যুবরাজ সেলিম (পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর) ও সম্রাট আকবরের বিশ্বস্ত উপদেষ্টা আবুল ফজল-এর মধ্যে রাজনৈতিক বিরোধ এক সময় তীব্র রূপ নেয়। এই বিরোধের পেছনে মূল কারণ ছিল সেলিমের ধারণা যে আবুল ফজল তাঁর পিতা আকবরের উপর অতিরিক্ত প্রভাব বিস্তার করে তাঁর সিংহাসন লাভের পথে বাধা সৃষ্টি করছেন।
-
এই কারণে ১৬০২ খ্রিস্টাব্দে সেলিম একটি গোপন ষড়যন্ত্র করেন।
-
তিনি রাজপুত নেতা বীর সিং বুন্দেলাকে নিয়োগ দেন আবুল ফজলকে হত্যা করার জন্য।
-
ফলস্বরূপ, গোয়ালিয়রের নিকটে আবুল ফজলকে আক্রমণ করে বীর সিং বুন্দেলা তাঁকে হত্যা করেন।
-
পরে যুবরাজ সেলিম বীর সিং বুন্দেলাকে পুরস্কারস্বরূপ তিন হাজারী মনসব প্রদান করেন।
-
এই ঘটনাটি মুঘল দরবারে রাজনৈতিক ঈর্ষা ও ক্ষমতার দ্বন্দ্বের এক স্পষ্ট উদাহরণ হিসেবে ইতিহাসে স্থান পায়।

0
Updated: 18 hours ago
আরবের গোত্রপতি বাঁচাইয়ের পদ্ধতি ছিল?
Created: 5 days ago
A
জন্ম সূত্রে
B
বিত্তশালী হওয়া
C
গোত্রীয় ঐকমত্য
D
পেশীশক্তি
আরবের গোত্রভিত্তিক শাসনব্যবস্থায় প্রতিটি গোত্রের নেতৃত্ব দিতেন একজন গোত্রীয় প্রধান বা শায়খ। তিনি গোত্রের সামাজিক, রাজনৈতিক ও বিচারকার্য পরিচালনা করতেন।
মূল ধারণাসমূহ—
-
প্রতিটি গোত্রে ‘শায়খ’ নামে একজন দলপতি বা নেতা নিযুক্ত থাকতেন।
-
বয়স, বিচারবুদ্ধি, সাহস, অর্থনৈতিক অবস্থান ও অভিজ্ঞতা যাচাই করে গোত্রীয় ঐকমত্য বা গণতান্ত্রিক পদ্ধতিতে শায়খ নির্বাচিত হতেন।
-
শায়খের নেতৃত্ব স্থায়ী ছিল না; গোত্রীয় সিদ্ধান্ত বা নতুন নির্বাচনের মাধ্যমে তাঁকে পরিবর্তন করা যেত।
-
এই শাসনব্যবস্থা ছিল মূলত গোত্রকেন্দ্রিক ও পরামর্শভিত্তিক, যা আরব সমাজে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখত।

0
Updated: 5 days ago
ইসলামের ইতিহাসে 'ভাতা পদ্ধতি' প্রবর্তক করেন-
Created: 18 hours ago
A
হযরত আবু বকর (রাঃ)
B
হযরত উমর (রাঃ)
C
হযরত ওসমান (রাঃ)
D
হযরত আলী (রাঃ)
খলিফা হযরত উমর (রা.) ইসলামী রাষ্ট্রব্যবস্থায় এক সুবিন্যস্ত রাজস্ব ও ভাতা বণ্টন ব্যবস্থা প্রবর্তন করেন, যা প্রশাসনিক দক্ষতা ও ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করে।
-
সামরিক ও বেসামরিক কর্মচারীদের বেতন প্রদানের পর অবশিষ্ট অর্থ তিনি তালিকা অনুসারে ভাতা (Pension) হিসেবে জনগণের মাঝে বণ্টন করতেন।
-
এ ভাতা বণ্টনে একটি অত্যন্ত নিয়মতান্ত্রিক ও শ্রেণিবিন্যস্ত পদ্ধতি অনুসরণ করা হতো।
-
প্রথম স্তরে ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রীরা ও পরিবারের সদস্যরা,
আর শেষ অর্থাৎ সপ্তম স্তরে ছিলেন মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণকারীরা। -
এই সুবিন্যস্ত ভাতা ব্যবস্থা ইতিহাসে পরিচিত “উমরের দিওয়ান” নামে, যা ইসলামী প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থার এক অগ্রগামী ও সংগঠিত দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত।

0
Updated: 18 hours ago
ইসলামের ইতিহাসে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র প্রণয়ন করেন কে?
Created: 1 day ago
A
আল-মাসউদী
B
আল-ইয়াকুবী
C
আল্-খাওয়ারিজমী
D
আল-বাত্তানী
খলিফা আল-মামুন-এর শাসনামল ছিল জ্ঞান ও বিজ্ঞানের স্বর্ণযুগ, যেখানে ভূগোল, জ্যোতির্বিদ্যা ও গণিতসহ নানা বিদ্যা অসাধারণ উন্নতি লাভ করে। তাঁর পৃষ্ঠপোষকতায় মুসলিম বিজ্ঞানীরা বিশ্বের জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করেন।
-
এই সময়ে বিশিষ্ট বিজ্ঞানী মুহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমি ৬৯ জন পণ্ডিতের সহযোগিতায় পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক মানচিত্র “যুবাত আল-আরদ” প্রণয়ন করেন।
-
এটি ছিল মানবসভ্যতার ইতিহাসে প্রথম সংগঠিত ও বৈজ্ঞানিকভাবে প্রণীত পৃথিবীর মানচিত্র।
-
এই মানচিত্রেই সর্বপ্রথম পৃথিবীকে গোলাকার বলে প্রমাণ উপস্থাপন করা হয়।
-
আল-খোয়ারিজমির এই অবদান ভূগোল ও জ্যোতির্বিদ্যার ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক হিসেবে স্বীকৃত।

0
Updated: 1 day ago