কোন্ সময় হতে আরব জাতির প্রকৃত ইতিহাস শুরু হয়?
A
বাসুসের যুদ্ধের পর
B
কাহতান বংশের উত্থানের পর
C
বুয়াসের যুদ্ধের পর
D
মিনাইয়ান রাজ্য প্রতিষ্ঠার পর
উত্তরের বিবরণ
কাহতান বংশের উত্থান আরব জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত। এই বংশের আবির্ভাবের পর থেকেই আরবদের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক বিকাশের প্রকৃত ধারার সূচনা হয়।
-
কাহতান বংশের উত্থানের পর থেকেই আরব জাতির প্রকৃত ইতিহাস শুরু হয় বলে ইতিহাসবিদরা মনে করেন।
-
এই বংশের বংশধরদের বলা হয় আরবে আরিবা, যার অর্থ প্রকৃত আরব।
-
তারা মূলত দক্ষিণ আরবের ইয়েমেন অঞ্চলে বসবাস করত এবং ভাষা, সংস্কৃতি ও বংশগৌরবে নিজেদেরকে প্রাচীন আরব জাতির প্রকৃত প্রতিনিধি হিসেবে পরিচিত করত।

0
Updated: 19 hours ago
হজরত মুহাম্মদ (সঃ) খন্দক যুদ্ধের অভিনব কৌশল কার পরামর্শে গ্রহণ করলেন?
Created: 2 days ago
A
হযরত সালমান ফারসী
B
হযরত আবু বকর (রাঃ)
C
হযরত ওসমান (রাঃ)
D
হযরত সা'দ (রাঃ)
৬২৭ খ্রিস্টাব্দের ৩১ মার্চ মদিনায় এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেখানে ইসলামের শত্রুরা সম্মিলিতভাবে মুসলমানদের ওপর আক্রমণ চালায়। এই যুদ্ধ ইসলামী ইতিহাসে কৌশল, ঐক্য ও বিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিচিত।
-
এই যুদ্ধে কুরাইশ, বেদুইন ও ইহুদিরা মিলিতভাবে মদিনা আক্রমণ করে।
-
মহানবী হজরত মুহাম্মদ (সা.) পারস্যের সাহাবী সালমান ফারসির পরামর্শে মদিনার চারপাশে পরিখা খনন করেন, যা ছিল সেই সময়ের এক অভিনব প্রতিরক্ষা কৌশল।
-
পবিত্র কুরআনে এই যুদ্ধকে “আহযাবের যুদ্ধ” বলা হয়েছে, যার অর্থ “সম্মিলিত বাহিনীর যুদ্ধ”।

0
Updated: 2 days ago
হুদাইবিয়া কোথায় অবস্থিত?
Created: 18 hours ago
A
মদিনার ১৭ মাইল দক্ষিনে
B
মমদিনার ১৭ মাইল উত্তরে
C
মক্কা থেকে ৯ মাইল উত্তরে
D
মক্কা থেকে ৯ মাইল দক্ষিনে
৬২৮ খ্রিস্টাব্দে (হিজরি ষষ্ঠ সালের জিলকদ মাসের ২৫ তারিখে) মহানবী হযরত মুহাম্মদ (সা.) মাতৃভূমি মক্কা পরিদর্শন ও ওমরাহ পালনের উদ্দেশ্যে একটি শান্তিপূর্ণ কাফেলা নিয়ে রওনা দেন। এই সফর ইসলামী ইতিহাসে হুদায়বিয়ার অভিযান নামে পরিচিত।
-
নবী করিম (সা.) তাঁর সঙ্গে প্রায় ১৪০০ সাহাবিকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন।
-
কাফেলাটি কোনো যুদ্ধের উদ্দেশ্যে নয়, বরং শুধুমাত্র ওমরাহ পালন ও কাবা শরিফ পরিদর্শনের জন্য ছিল।
-
মক্কার নিকটে পৌঁছে তাঁরা মক্কা থেকে প্রায় ৯ মাইল উত্তরে অবস্থিত হুদায়বিয়া (একটি কূপসংলগ্ন স্থান)-এ শিবির স্থাপন করেন।
-
সেখানেই পরবর্তীতে মুসলমান ও কুরাইশদের মধ্যে ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়, যা ইসলামী রাষ্ট্রের শক্তি বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে।

0
Updated: 18 hours ago
আব্বাসীয় কোন্ খলিফার শাসনামলে চিকিৎসকদের পেশাগত যোগ্যতা নির্ধারণ পরীক্ষা শুরু হয়?
Created: 1 day ago
A
আল-মামুন
B
আবু জাফর আল মানসুর
C
আল মুতাওাক্কিল
D
আল মুক্তাদির
আব্বাসীয় খলিফা আল-মুকতাদির-এর শাসনামলে চিকিৎসা বিজ্ঞানে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়, যা ইসলামী চিকিৎসাবিদ্যার ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত।
-
৯৩১ খ্রিস্টাব্দে, তাঁর আমলে চিকিৎসকদের জন্য পেশাগত যোগ্যতা নির্ধারণ পরীক্ষা প্রবর্তন করা হয়।
-
এই পরীক্ষার মাধ্যমে চিকিৎসকদের জ্ঞান, দক্ষতা ও চিকিৎসা নীতিমালা সম্পর্কে পারদর্শিতা যাচাই করা হতো।
-
পরীক্ষায় উত্তীর্ণদেরকেই চিকিৎসা পেশায় নিয়োজিত হওয়ার অনুমতি দেওয়া হতো।
-
এই ব্যবস্থা চিকিৎসাবিদ্যায় মান নিয়ন্ত্রণ ও রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণের প্রাথমিক ধাপ হিসেবে ইসলামী সভ্যতায় বিশেষভাবে উল্লেখযোগ্য।

0
Updated: 1 day ago