কোন্ মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন?
A
সম্রাট আকবর
B
সম্রাট জাহাঙ্গীর
C
সম্রাট শাহজাহান
D
সম্রাট
উত্তরের বিবরণ
সম্রাট আকবর ছিলেন ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সহনশীল নীতির জন্য প্রসিদ্ধ মুঘল শাসক, যিনি হিন্দু-মুসলমান ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর শাসনামলে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সংস্কারের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
-
তিনি হিন্দুদের তীর্থকর (তীর্থযাত্রা কর) ও জিজিয়া কর সম্পূর্ণভাবে বিলুপ্ত করেন, যাতে অমুসলিম প্রজারা সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে।
-
আকবর নিয়মিতভাবে হিন্দু মেলা ও মন্দির পরিদর্শন করতেন এবং বিভিন্ন ধর্মীয় আলোচনায় অংশ নিতেন।
-
তাঁর এই নীতি ও কর্মকাণ্ড ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি স্থাপন করে।

0
Updated: 19 hours ago
মূল আরবগন কোন ব্যক্তির বংশধর?
Created: 1 day ago
A
হযরত আদম (আঃ)
B
কাহতান
C
জারহাম
D
ইয়ারব
আরবে আরিবা (Arabian Arabs) অর্থ প্রকৃত আরব। এরা ছিলেন প্রাচীন আরব জাতিগুলোর মধ্যে অন্যতম, যারা আরব ভূমিতে স্থায়ীভাবে বসতি স্থাপন করে সভ্যতার ভিত্তি গড়ে তোলে।
-
আরবে বায়িদা জাতির বিলুপ্তির পর যারা প্রথমে আরব দেশে আবাস স্থাপন করেছিল, তাদেরকে আরেবে আরিবা বলা হয়।
-
তারা নিজেদেরকে ইয়ারুব ইবনে কাহতান (বা কাহতানের বংশধর) হিসেবে গর্বের সঙ্গে পরিচিত করত।
-
এরা মূলত ইয়েমেন বা দক্ষিণ আরব অঞ্চলে বসবাস করত, তাই তাদেরকে ইয়েমেনি আরব নামেও ডাকা হতো।
-
এই জাতিই পরবর্তীতে আরব সংস্কৃতি, ভাষা ও বংশপরম্পরার প্রকৃত ধারক হিসেবে স্বীকৃত হয়।

0
Updated: 1 day ago
খুলাফায়ে রাশেদীনের সময় রাজস্ব প্রশাসন (Revenue Administration) এর আয়ের উৎস কয়টি ছিল?
Created: 1 day ago
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৮টি
খুলাফায়ে রাশিদীনের আমলে ইসলামী রাষ্ট্রে রাজস্ব আদায়ের জন্য একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা হয়। রাষ্ট্রীয় আয় মূলত ধর্মীয় ও অর্থনৈতিক নীতির ওপর ভিত্তি করে সংগৃহীত হতো।
রাজস্ব আদায়ের প্রধান উৎসগুলো ছিল নিম্নরূপঃ
১. যাকাত (Zakat): মুসলমানদের সম্পদের নির্দিষ্ট অংশ, যা গরিব ও অভাবগ্রস্তদের জন্য আদায় করা হতো।
২. জিযিয়া (Jizyah): অমুসলিম প্রজাদের থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সুরক্ষার বিনিময়ে আদায়কৃত কর।
৩. খুম্স (Khums): যুদ্ধলব্ধ সম্পদের এক-পঞ্চমাংশ, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হতো।
৪. ওশর (Ushr): মুসলমান কৃষকদের কৃষিজ উৎপাদনের ওপর ধার্য কর।
৫. খারাজ (Kharaj): বিজিত অঞ্চলের অমুসলিম ভূমির ওপর আরোপিত ভূমি কর।
৬. আল-ফাই (Al-Fai): দাবিদারহীন, অনাবাদী বা বিদ্রোহীদের বাজেয়াপ্ত জমি থেকে প্রাপ্ত আয়।
৭. উশর (Usher): বাণিজ্যিক পণ্য আমদানি-রপ্তানির ওপর ধার্যকৃত কর।
এই করব্যবস্থা ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ ও ন্যায়ভিত্তিক সম্পদ বণ্টন নিশ্চিত করেছিল।

0
Updated: 1 day ago
জসর যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
Created: 1 day ago
A
৬৩৭ খ্রিঃ
B
৬৩৪ খ্রিঃ
C
৬৩৫ খ্রিঃ
D
৬৪১ খ্রিঃ
৬৩৪ খ্রিস্টাব্দে, মুসলমানদের সঙ্গে পারস্য বাহিনীর মধ্যে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে জসর বা সেতুর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ ইসলামী বিজয়ের প্রাথমিক পর্যায়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত।
-
পারস্য সেনাপতি বাহমানের নেতৃত্বে পারস্য বাহিনী পুনরায় মুসলমানদের ওপর আক্রমণ চালায়।
-
মুসলিম সেনাপতি আবু উবায়দা (রা.) ফোরাত নদীর উপর নৌকা দ্বারা একটি সেতু নির্মাণ করে শত্রুর মোকাবিলায় প্রস্তুত হন।
-
এই কারণে যুদ্ধটি “জসর” (অর্থাৎ সেতুর যুদ্ধ) নামে পরিচিত হয়।
-
তবে এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হন এবং বীর সেনাপতি আবু উবায়দা (রা.) শাহাদাত বরণ করেন।

0
Updated: 1 day ago