y = ৩x হলে x ও y এর মধ্যকার সংশ্লেষ সম্পর্কে কোনটি সঠিক?
A
পূর্ণ মাত্রায় ধনাত্মক
B
আংশিক ধনাত্মক
C
পূর্ণমাত্রায় ঋণাত্মক
D
আংশিক ঋণাত্মক
উত্তরের বিবরণ
যদি হয়, অর্থাৎ y সম্পূর্ণরূপে x-এর উপর নির্ভরশীল, তাহলে x এবং y-এর মধ্যে সংশ্লেষণ (correlation) হবে পূর্ণ মাত্রায় ধনাত্মক (perfect positive correlation)।
এক্ষেত্রে y সবসময় x-এর সাথে অনুপাতিকভাবে বৃদ্ধি পায়, তাই correlation coefficient r = +1।

0
Updated: 19 hours ago
কোন চিত্র থেকে মধ্যমা নির্দেশ করা যায়?
Created: 19 hours ago
A
আয়ত লেখ
B
অজিভ রেখা
C
দন্ড চিত্র
D
পাই চিত্র
ক্রম সঞ্চিত ঘটন সংখ্যা (ogive) হলো এমন একটি গ্রাফিক উপস্থাপনা, যেখানে বহুভুজের বিন্দুসমূহকে সরলরেখা দিয়ে সংযুক্ত না করে কেবল ডেটার ক্রম বা সঞ্চিত প্রকৃতি দেখানো হয়।
এই ধরনের ogive ব্যবহার করে সহজেই মধ্যমা (median), কোটাইল এবং অন্যান্য সঞ্চিত পরিসংখ্যান নির্ণয় করা যায়।

0
Updated: 19 hours ago
দুটি স্বাধীন চলক x ও y এর জন্য যদি S.D.(x) = ৬ ও S.D.(y) = ৮ হয় তবে S.D.(x + y) এর মান কত হবে?
Created: 19 hours ago
A
২
B
১০
C
১৪
D
২০
We know, S.D. (x±y)= √{v(x) + v(y)}
Here, SD(x) = 6
So, var(x)= 36
Again,
SD(y)= 8
So,Var(y) = 64
Now, SD(x±y)= √(36+64)
= 10

0
Updated: 19 hours ago
নমুনাজ ত্রুটি ঘটে থাকে -
Created: 1 day ago
A
নমুনা জরিপে
B
শুমারী জরিপে
C
ভূমি জরিপে
D
সবগুলোতে
নমুনাজ ভুল বা বিচ্যুতি (Sampling Error) হলো সেই পার্থক্য বা ভ্রান্তি যা নমুনা থেকে প্রাপ্ত মান ও তথ্যবিশ্বের প্রকৃত পরামান এর মধ্যে থাকে। কারণ নমুনা হলো তথ্যবিশ্বের একটি প্রতিনিধি অংশ, এবং এর ভিত্তিতে পরামানের মান প্রাক্কলন করা হয়।
-
যেহেতু নমুনা পূর্ণ তথ্যবিশ্ব নয়, তাই প্রাক্কলিত মান (estimated value) প্রায়ই প্রকৃত পরামান থেকে কিছুটা ভিন্ন হয়।
-
এই পার্থক্য বা বিচ্যুতি নিজেই হলো নমুনাজ ভুল বা বিচ্যুতি।
-
গুরুত্বপূর্ণ দিক হলো, শুমারি (Census)-এ কোনো নমুনা নেওয়া হয় না, তাই সেখানে নমুনাজ বিচ্যুতি থাকে না।
-
নমুনাজ ভুল প্রাক্কলন ও সিদ্ধান্ত গ্রহণে সম্ভাব্য ত্রুটি হিসেবে বিবেচিত হয়।

0
Updated: 1 day ago