সামরিক পরিসংখ্যান কোন মন্ত্রণালয়ের অধীনে?
A
পররাষ্ট্র
B
প্রতিরক্ষা
C
শ্রম ও জনশক্তি
D
শিক্ষা
উত্তরের বিবরণ
সামরিক পরিসংখ্যান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এটি মূলত সশস্ত্র বাহিনী সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করে, যাতে সামরিক পরিকল্পনা, কৌশলগত সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণে সহায়তা করা যায়।

0
Updated: 20 hours ago
দুটি সংখ্যার গড় ৭ ও ভেদাংক ১ হলে সংখ্যা দুটি কত?
Created: 1 day ago
A
৫, ৮
B
৫, ৭
C
৬, ৭
D
৬, ৮
ধরা যাক, সংখ্যা দুটি x1 এবং x2
Mean: (x1 + x2)/2 = 7
⟹ x1 + x2 = 14
Variance: (x1 - 7)2 + (x2 - 7)2/2 = 1
ধরি, x1 = 7 + d, x2 = 7 - d
> x1 - 7 = d, > x2 - 7 = - d
Variance: {d2 + (- d)2}/2
⇒ d2 = 1
⟹ d = 1
সংখ্যা দুটি:
x1 = 8 , x2 = 6

0
Updated: 1 day ago
যদি দুটি চলকের সংশ্লেষাংকের মান ধনাত্মক হয়, তবে নির্ভরণ রেখার ঢাল হবে-
Created: 1 day ago
A
অবশ্যই ধনাত্মক
B
ধনাত্মক বা ঋণাত্মক
C
শূন্য
D
অবশ্যই ঋণাত্মক
If r>0 (correlation is positive), then the regression coefficient is also positive.
This means as X increases, Y tends to increase.
Formula: bYX = r⋅ σY/σX
since σX, σY > 0.

0
Updated: 1 day ago
P(A) = 0.৪, P(B) = 0.৩ ও P(AUB) = ০.৭ হলে A ও B ঘটনাদ্বয় কি?
Created: 1 day ago
A
স্বাধীন ঘটনা
B
অধীন ঘটনা
C
বর্জনশীল ঘটনা
D
অবর্জনশীল ঘটনা
P(A∪B) = P(A) + P(B) − P(A∩B)
⇒ 0.7 = 0.4 + 0.3 − P(A∩B)
⟹0.7 = 0.7 − P(A∩B)
⟹P(A∩B) = 0
যেহেতু, P(A∩B) = 0, তাই A এবং B ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল (mutually exclusive)।

0
Updated: 1 day ago