মুদ্রা হতে সৃষ্ট চলক কোন চলকের উদাহরণ?
A
অবিচ্ছিন্ন দৈব চলক
B
বিচ্ছিন্ন দৈব চলক
C
স্বাধীন চলক
D
অধীন চলক
উত্তরের বিবরণ
যখন আমরা মুদ্রা নিক্ষেপ করি, তখন সম্ভাব্য ফলাফল দুটি: হেড (Head) বা টেইল (Tail)।
-
এ ধরনের ফলাফল গণনাযোগ্য (countable) এবং ধারাবাহিক মান নয়।
-
সুতরাং, মুদ্রা নিক্ষেপের ফলাফলকে একটি বিচ্ছিন্ন (Discrete) চলক হিসেবে ধরা হয়।
-
বিচ্ছিন্ন চলকের মান সাধারণত পূর্ণসংখ্যা বা নির্দিষ্ট গন্যযোগ্য মান হিসেবে প্রকাশ করা যায়।

0
Updated: 1 day ago