গাছের দৈর্ঘ্য ও মানুষের দৈর্ঘ্যের পরিমাপে দুই চলকের মধ্যে কোন ধরনের সংশ্লেষ বিদ্যমান?
A
ধনাত্মক
B
ঋণাত্মক
C
শুন্য
D
পূর্ণ ধনাত্মক
উত্তরের বিবরণ
কারণ গাছের দৈর্ঘ্য ও মানুষের উচ্চতার মধ্যে বাস্তব জীবনে কোনো সরাসরি বা প্রাকৃতিক সম্পর্ক নেই, তাই এদের মধ্যে সম্পর্ক বা সংশ্লেষন (correlation) প্রযোজ্য নয়।
-
অর্থাৎ, গাছের লম্বা বা ছোট হওয়া মানুষের উচ্চতার উপর কোনো প্রভাব ফেলে না।
-
তাই এই উদাহরণ পরিসংখ্যানিক বিশ্লেষণে যৌক্তিক নয়।
-
বাস্তব জীবনের যৌক্তিক সম্পর্ক দেখাতে অন্য চলক যেমন আয় ও ব্যয়, উচ্চতা ও ওজন ব্যবহার করা বেশি প্রাসঙ্গিক।

0
Updated: 23 hours ago
নমুনাজ ত্রুটি ঘটে থাকে -
Created: 1 day ago
A
নমুনা জরিপে
B
শুমারী জরিপে
C
ভূমি জরিপে
D
সবগুলোতে
নমুনাজ ভুল বা বিচ্যুতি (Sampling Error) হলো সেই পার্থক্য বা ভ্রান্তি যা নমুনা থেকে প্রাপ্ত মান ও তথ্যবিশ্বের প্রকৃত পরামান এর মধ্যে থাকে। কারণ নমুনা হলো তথ্যবিশ্বের একটি প্রতিনিধি অংশ, এবং এর ভিত্তিতে পরামানের মান প্রাক্কলন করা হয়।
-
যেহেতু নমুনা পূর্ণ তথ্যবিশ্ব নয়, তাই প্রাক্কলিত মান (estimated value) প্রায়ই প্রকৃত পরামান থেকে কিছুটা ভিন্ন হয়।
-
এই পার্থক্য বা বিচ্যুতি নিজেই হলো নমুনাজ ভুল বা বিচ্যুতি।
-
গুরুত্বপূর্ণ দিক হলো, শুমারি (Census)-এ কোনো নমুনা নেওয়া হয় না, তাই সেখানে নমুনাজ বিচ্যুতি থাকে না।
-
নমুনাজ ভুল প্রাক্কলন ও সিদ্ধান্ত গ্রহণে সম্ভাব্য ত্রুটি হিসেবে বিবেচিত হয়।

0
Updated: 1 day ago
y = ৩x হলে x ও y এর মধ্যকার সংশ্লেষ সম্পর্কে কোনটি সঠিক?
Created: 19 hours ago
A
পূর্ণ মাত্রায় ধনাত্মক
B
আংশিক ধনাত্মক
C
পূর্ণমাত্রায় ঋণাত্মক
D
আংশিক ঋণাত্মক
যদি হয়, অর্থাৎ y সম্পূর্ণরূপে x-এর উপর নির্ভরশীল, তাহলে x এবং y-এর মধ্যে সংশ্লেষণ (correlation) হবে পূর্ণ মাত্রায় ধনাত্মক (perfect positive correlation)।
এক্ষেত্রে y সবসময় x-এর সাথে অনুপাতিকভাবে বৃদ্ধি পায়, তাই correlation coefficient r = +1।

0
Updated: 19 hours ago
কোন পরিমাপটির ক্ষেত্রে সকল মান বিবেচনা করা হয় না?
Created: 1 day ago
A
গাণিতিক গড়
B
জ্যামিতিক গড়
C
বিপরীত গড়
D
প্রচুরক
Mode (প্রচুরক) হলো এমন একটি পরিমাপ যা ডেটাসেটে সবচেয়ে ঘন ঘন বা বারবার আসা মান নির্দেশ করে। এটি কেন্দ্রীয় প্রবণতা (Measure of Central Tendency)–এর একটি রূপ।
-
Mode নির্ধারণে সব মান বিবেচনা করা হয় না; কেবল সেই মানটি গুরুত্বপূর্ণ যা সর্বাধিকবার পুনরাবৃত্তি হয়েছে।
-
এটি গুণগত (Qualitative) ও পরিমাণগত (Quantitative) — উভয় ধরনের তথ্যের জন্যই ব্যবহার করা যায়।
-
উদাহরণ: যদি মানগুলো হয় 2, 3, 3, 4, 5 — তাহলে Mode = 3, কারণ এটি সবচেয়ে বেশি বার এসেছে।

0
Updated: 1 day ago