যদি f(x)=ex, ০ ≤ x ≤ ∞ হয়, তবে P(x > ১) এর মান কত?
A
১/e
B
e
C
১
D
অপর্যাপ্ত তথ্য
উত্তরের বিবরণ
Probability density function (pdf) হতে হলে: শর্তসমূহ
১. f(x)≥0 সব x-এর জন্য (এখানে ex>0 ঠিক আছে)
২. ∫0∞f(x)dx=1
কিন্তু x এর সকল মান(∞)এর জন্য f(x) এর মানও ∞ যা ২ নম্বর শর্ত সমর্থন করেনা।
যেহেতু f(x)=ex pdf হিসেবে সঠিক নয়, তাই P(X>1) এর মান নির্ণয় করা যায় না।

0
Updated: 1 day ago
নিচের কোনটি দৈব নমুনায়ন পদ্ধতি নয়?
Created: 1 day ago
A
সরল দৈব নমুনায়ন
B
স্তরিত নমুনায়ন
C
স্লোবল নমুনায়ন
D
ক্লাস্টার নমুনায়ন
Probability (Random) Sampling হলো এমন নমুনা গ্রহণ পদ্ধতি যেখানে প্রতিটি উপাদানের নির্ধারিত সম্ভাবনা থাকে নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার। এর মধ্যে প্রধান পদ্ধতিগুলো:
-
সরল দৈব নমুনায়ন (Simple Random Sampling): প্রতিটি উপাদানের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান।
-
স্তরিত নমুনায়ন (Stratified Sampling): তথ্যবিশ্বকে স্তরে বিভক্ত করে প্রতিটি স্তর থেকে নমুনা নেওয়া হয়।
-
ক্লাস্টার নমুনায়ন (Cluster Sampling): তথ্যবিশ্বকে ক্লাস্টারে ভাগ করে কিছু ক্লাস্টার সম্পূর্ণভাবে নির্বাচন করা হয়।
-
ধারাবাহিক নমুনায়ন (Systematic Sampling): প্রথম উপাদান দৈবভাবে নির্বাচন করে পরবর্তী উপাদানগুলি একটি নির্দিষ্ট ধাপ অনুসারে নির্বাচন করা হয়।
Non-probability (Non-random) Sampling হলো এমন পদ্ধতি যেখানে প্রতিটি উপাদানের নির্বাচনের সম্ভাবনা নির্ধারিত নয়। এর উদাহরণ:
-
Snowball Sampling: প্রাথমিক নির্বাচিত ব্যক্তির পরিচিতদের মাধ্যমে ধাপে ধাপে নমুনা বৃদ্ধি করা হয়।

0
Updated: 1 day ago
যদি f(x) = kx, ০≤ x ≤ ১ হয় তবে k এর মান কত?
Created: 19 hours ago
A
০
B
১
C
২
D
৩/২
প্রদত্ত probability density function (pdf):
f(x) = kx, 0 ≤ x ≤ 1
PDF-এর শর্ত
∫01f(x) dx = 1
∫01kx dx = 1
⇒ k[x2 /2 ]01 = 1
⇒ k⋅ 1/2 = 1
So, k = 2

0
Updated: 19 hours ago
যদি P(C)=৫/১৩, P(D) = ৭/১৩ ও P(C ∩ D)= ৩/১৩ হয়, তবে P(C|D) = ?
Created: 19 hours ago
A
২/৭
B
৩/৫
C
৩/৭
D
১/৭
Conditional probability formula
P(C∣D) = P(C∩D)/P(D)
= (3/13)/(7/13)
= 3/7

0
Updated: 19 hours ago