জসীম উদ্দীন ছিলেন একজন বিখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
-
তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
-
তার কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
-
তিনি ‘পল্লিকবি’ হিসেবে পরিচিত।
-
‘সুচয়নী’ হলো জসীম উদ্দীনের নির্বাচিত কবিতার সংকলন।
-
তাঁর লেখা ‘নিমন্ত্রণ’ কবিতাটি ‘ধানখেত’ কাব্যগ্রন্থের অন্তর্গত, যা ১৯২৭ সালে প্রকাশিত হয়।
-
জসীম উদ্দীন ১৯৭৬ সালের ১৩ মার্চ দিবাগত রাতে মৃত্যুবরণ করেন।
পুরস্কার ও সম্মাননা:
-
তিনি বাংলা সাহিত্যে বিশেষ সম্মানিত একজন কবি এবং বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
-
১৯৫৮ সালে তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার লাভ করেন।
-
১৯৬৯ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি পান।
-
১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে।
-
মৃত্যুর পর ১৯৭৮ সালে তিনি স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন।
-
১৯৭৪ সালে বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হলেও সেটি প্রত্যাখ্যান করেন।
রচিত গান ও কাব্যগ্রন্থ:
-
তাঁর রচিত গানের সংকলন:
-
রঙ্গিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।