কোন বাক্যটি শুদ্ধ?
A
দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
B
দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
C
দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
D
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
উত্তরের বিবরণ
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। চিহ্নিত উত্তরটি সঠিক নয়]
• সংশয় (বিশেষ্য):
১. সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)।
২. ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)।
৩. অনিশ্চয়তাবোধ (ভিতরে একটা শব্দ শুনিয়া কেমন যেন সংশয় হইল-শামসুর রাহমান)।
'সংশয়' শব্দটির বিশেষণরূপ = সংশয়িত, সংশয়াকুল, সংশয়পূর্ণ।
'সংশয়পূর্ণ' শব্দটির অর্থ - সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ।
সুতরাং, শুদ্ধ বাক্যটি হবে - তাহার জীবন সংশয়পূর্ণ।
এর দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
নিচের কোন শব্দে মূর্ধন্য ‘ষ’ হবে?
Created: 1 week ago
A
পোস্ট
B
মাস্টার
C
উৎকৃস্ট
D
পুরস্কার
মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার (ষত্ব বিধান)
-
সাধারণ নিয়ম:
-
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
-
দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে ‘ষ’ লেখার প্রয়োজন হয় না।
-
কেবল কিছু তৎসম শব্দে ‘ষ’ ব্যবহৃত হয়।
-
-
নিয়ম ও উদাহরণ:
-
ঋ ও ঋ কারের পরে ‘ষ’ হয়।
উদাহরণ: দৃষ্টি, সৃষ্টি, উৎকৃষ্ট -
র-ধ্বনির পরে অ, আ ব্যতীত অন্য স্বরধ্বনি থাকলে ‘ষ’ হয়।
উদাহরণ: পরিষ্কার -
র-ধ্বনির পরে অ, আ থাকলে ‘স’ হয়।
উদাহরণ: পুরস্কার -
বিদেশি শব্দে ‘ষ’ হয় না।
উদাহরণ: জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট
-

0
Updated: 1 week ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 8 hours ago
A
রূপায়ন
B
রুপায়ন
C
রূপায়ণ
D
রুপায়ণ
শুদ্ধ - রূপায়ণ : (বিশেষ্য পদ) রূপদান, মূর্তিদান, অভিনয়ে ভূমিকা গ্রহণ।

0
Updated: 8 hours ago
নিচের কোনটি সঠিক বাক্য?
Created: 1 month ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

0
Updated: 1 month ago