কোন বাক্যটি শুদ্ধ?
A
দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
B
দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
C
দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
D
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
উত্তরের বিবরণ
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। চিহ্নিত উত্তরটি সঠিক নয়]
• সংশয় (বিশেষ্য):
১. সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)।
২. ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)।
৩. অনিশ্চয়তাবোধ (ভিতরে একটা শব্দ শুনিয়া কেমন যেন সংশয় হইল-শামসুর রাহমান)।
'সংশয়' শব্দটির বিশেষণরূপ = সংশয়িত, সংশয়াকুল, সংশয়পূর্ণ।
'সংশয়পূর্ণ' শব্দটির অর্থ - সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ।
সুতরাং, শুদ্ধ বাক্যটি হবে - তাহার জীবন সংশয়পূর্ণ।
এর দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
কোন বানানটি শুদ্ধ নয়?
Created: 2 months ago
A
দরিদ্রতা
B
উপযোগিতা
C
শ্রদ্ধাঞ্জলি
D
উর্দ্ধ
অশুদ্ধ বানান: উর্দ্ধ
• শুদ্ধ বানান: ঊর্ধ্ব।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপরের দিক;
- উপরিভাগ;
- উচ্চতা।
• দরিদ্রতা, উপযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 months ago
A
সচ্ছল
B
সচ্ছুল
C
সচ্চল
D
সচ্চছল
এটি একটি দেশি শব্দ। এর অর্থ ‘অভাবহীন, সম্পদশালী; সংগত’।
0
Updated: 3 months ago
'ণ-ত্ব বিধান' অনুসারে অশুদ্ধ বানান-
Created: 1 month ago
A
ঋণ
B
ঘণ্টা
C
বীণা
D
লুন্ঠন
বাংলা ভাষায় বানানের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো ণ-ত্ব বিধান। এর মাধ্যমে তৎসম শব্দে ণ-এর সঠিক প্রয়োগ নির্ধারিত হয়। ভুল প্রয়োগে বানান অশুদ্ধ হয়ে যায়। যেমন: অশুদ্ধ বানান – লুন্ঠন, শুদ্ধ বানান – লুণ্ঠন। নিচে ণ-ত্ব বিধানের নিয়মগুলো উদাহরণসহ দেওয়া হলো।
-
ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় ণ ব্যবহৃত হয়।
উদাহরণ: ঘণ্টা, কাণ্ড, লুণ্ঠন ইত্যাদি। -
ঋ, র, ষ-এর পরে মূর্ধন্য ণ হয়।
উদাহরণ: ঋণ, তৃণ, বর্ণ, কারণ, ভীষণ ইত্যাদি। -
কিছু শব্দে স্বভাবগতভাবে ণ ব্যবহৃত হয়।
উদাহরণ: বাণিজ্য, লবণ, বীণা, কল্যাণ, পুণ্য, নিপুণ, গণনা, পণ্য ইত্যাদি। -
বিদেশি শব্দে সাধারণত ণ হয় না।
উদাহরণ: পোস্ট, হর্ন, ইস্টার্ন ইত্যাদি।
0
Updated: 1 month ago