মধ্যযুগের কবি নন কে?
A
জয়নন্দী
B
বড়ু চণ্ডীদাস
C
গোবিন্দ দাস
D
জ্ঞান দাস
উত্তরের বিবরণ
জয়নন্দী ও চর্যাপদ
জয়নন্দী প্রাচীন যুগের একজন বাংলা কবি। তিনি চর্যাপদের একজন কবি ছিলেন।
চর্যাপদ
-
চর্যাপদ হলো বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো গ্রন্থ।
-
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
-
এই গ্রন্থটি ১৯০৭ সালে (১৩১৪ বঙ্গাব্দে) আবিষ্কৃত হয়।
-
পরে ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি ছাপা হয়।
-
চর্যাপদের সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী।
চর্যাপদের কবিরা
চর্যাপদের কতজন কবি ছিলেন তা নিয়ে মতভেদ আছে—
-
সুকুমার সেন তাঁর 'বাংলা সাহিত্যের ইতিহাস' বইয়ে ২৪ জন কবির কথা বলেছেন।
-
আর ড. মুহম্মদ শহীদুল্লাহ তাঁর 'Buddhist Mystic Songs' বইয়ে ২৩ জন কবির নাম উল্লেখ করেছেন।
কবিদের মধ্যে যাঁরা ছিলেন
কাহ্নপা, কুক্কুরীপা, ধর্মপা, ঢেণ্ডণপা, বিরুপা, বীণাপা, ভাদেপা, ভুসুকুপা, মহীধরপা, লুইপা, শবরপা, শান্তিপা, সরহপা, ডোম্বীপা, কম্বলাম্বরপা, গুণ্ডরীপা, চাটিল্লপা, আর্যদেবপা, দারিকপা, তাড়কপা, কঙ্কণপা, জয়নন্দীপা ও তন্ত্রীপা।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
0
Updated: 3 months ago
ফররুখ আহমদ কী হিসেবে পরিচিত?
Created: 2 months ago
A
বিদ্রোহী কবি
B
মুসলিম রেনেসাঁর কবি
C
মার্ক্সবাদী কবি
D
পল্লি কবি
ফররুখ আহমদ
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি।
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
পরিচিতি: ‘মুসলিম রেনেসাঁর কবি’ বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’।
-
কাব্যের মূল প্রবণতা: মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
কবিতায় ফুটে ওঠে: পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য।
-
পুরস্কার: হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে আদমজি পুরস্কার, পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার।
উল্লেখযোগ্য কাব্য
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী ইত্যাদি
শিশুতোষ রচনা
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Created: 3 months ago
A
আলাওল
B
সৈয়দ সুলতান
C
মুহম্মদ খান
D
শাহ মুহম্মদ সগীর
শাহ মুহম্মদ সগীর
-
তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি এবং মধ্যযুগের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
-
তাঁর জীবনকাল ছিল পনেরো শতকে।
-
গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে তিনি সাহিত্যচর্চা করেন।
-
বাংলা সাহিত্যে অনুবাদ কাব্য এবং প্রেমমূলক কাহিনিনির্ভর কাব্যের প্রথম রচয়িতা ছিলেন তিনি।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত কাব্য হলো "ইউসুফ-জুলেখা"।
-
এই কাব্যটি পারসিক কবি জামী রচিত "ইউসুফ-জুলেখা" কাব্যের বাংলা অনুবাদ, এবং এটিই বাংলা সাহিত্যে এই ধারার সূচনা করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 3 months ago
চারণকবি হিসেবে বিখ্যাত কে?
Created: 1 month ago
A
আলাওল
B
চন্দ্রাবতী
C
মুকুন্দদাস
D
মুক্তারাম চক্রবর্তী
মুকুন্দদাস – ‘চারণকবি’
-
মুকুন্দদাসের জন্ম ঢাকার বিক্রমপুরে। তার পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর।
-
তিনি রামানন্দ নামে এক সাধকের কাছে দীক্ষা গ্রহণের পর মুকুন্দদাস নামে পরিচিত হন।
-
১৯২২ সালের অসহযোগ আন্দোলন এবং ১৯৩০ সালের আইন অমান্য আন্দোলন–এ তিনি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ গান ও যাত্রাপালা লিখে ও পরিবেশন করেন, যা সাধারণ মানুষকে জাগ্রত করে।
-
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাঁকে ‘চারণকবি’ উপাধিতে ভূষিত করেছেন।
-
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহের মধ্যে রয়েছে: সাধনসঙ্গীত, পল্লীসেবা, ব্রহ্মচারিণী, পথ, সাথী, সমাজ, কর্মক্ষেত্র।
-
মুকুন্দদাস সারাজীবনে সাতশো মেডেল ও অসংখ্য পুরস্কার লাভ করেন, তবে আজও তিনি মূলত ‘চারণকবি’ হিসেবেই স্মরণীয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago