Edition শব্দের অর্থ
A
সংস্করণ
B
সম্পাদক
C
সম্পাদকীয়
D
অনুসন্ধান
উত্তরের বিবরণ
Edition শব্দের অর্থ হলো — সংস্করণ।
সঠিক উত্তর: ক) সংস্করণ ✅
ব্যাখ্যা:
"Edition" বলতে কোনো বই, পত্রিকা বা প্রকাশনার নির্দিষ্ট সংস্করণকে বোঝায়, যেমন:
-
First edition = প্রথম সংস্করণ
-
Revised edition = সংশোধিত সংস্করণ
অন্য অপশনগুলো:
-
সম্পাদক = Editor
-
সম্পাদকীয় = Editorial
-
অনুসন্ধান = Investigation/Search

0
Updated: 1 month ago
৯) 'Security' এর পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
আমানত
B
জামানত
C
বন্ধক
D
ইজারা
আর্থিক ও আইনগত পরিভাষা
ইংরেজি শব্দ | বাংলা পারিভাষিক অর্থ |
---|---|
Security | জামানত |
Mortgage | বন্ধক |
Deposit | আমানত |
Lease | ইজারা |
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা

0
Updated: 1 month ago
Quarterly শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
সাপ্তাহিক
B
পাক্ষিক
C
ষান্মাসিক
D
ত্রৈমাসিক
‘Quarterly’ শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো ত্রৈমাসিক।
এছাড়াও,
-
‘Daily’ শব্দটির বাংলা পরিভাষা দৈনিক পত্র।
-
‘Periodical’ শব্দের বাংলা রূপ সাময়িকী।
-
‘Half-yearly’ অর্থে ব্যবহৃত হয় ষাণ্মাসিক।
-
‘Annuity’ শব্দের পরিভাষা বার্ষিক।
-
‘Fortnightly’ এর জন্য বাংলায় ব্যবহৃত হয় পাক্ষিক।
-
‘Weekly’ শব্দটির বাংলা পরিভাষা সাপ্তাহিক।
উৎস: বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
Anatomy শব্দের অর্থ-
Created: 1 month ago
A
সাদৃশ্য
B
স্নায়ুতন্ত্র
C
শারীরবিদ্যা
D
অঙ্গ-সঞ্চালন
‘Anatomy’ শব্দের অর্থ - অঙ্গব্যবচ্ছেদ-বিদ্যা, শারীরবিদ্যা।
এরূপকিছু গুরুত্বপূর্ণ পারিভাষিতক শব্দ হলো:
• ‘Cold War’ - অর্থ স্নায়ুযুদ্ধ।
• ‘Xanthic’ অর্থ - হলদেটে বা পীতবর্ণ(বিশেষণ)।
• ‘Warship’ অর্থ - রণতরী।
• ‘Virile’ অর্থ - কাপুরুষোচিত।
• ‘Monogram’ - শব্দের অর্থ অভিজ্ঞান।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago