A
রূপতত্ত্বে
B
বাক্যতত্ত্বে
C
অর্থতত্ত্বে
D
ধ্বনিতত্ত্বে
উত্তরের বিবরণ
‘সন্ধি’ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। সন্ধি হলো ধ্বনিসংযোগ বা শব্দের দুই অংশের মিলন, যেখানে শব্দের মধ্যে ধ্বনির পরিবর্তন ঘটে এবং নতুন শব্দ বা রূপ তৈরি হয়। ধ্বনিতত্ত্বে এই ধ্বনির সংযোজন, রূপান্তর এবং পরিবর্তন নিয়েই আলোচনা করা হয়।

0
Updated: 2 days ago
'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 2 days ago
A
দ্বীপ + আয়ন
B
দ্বীপ + অয়ন
C
দ্বিপ + অনট
D
দ্বীপ + অনট
‘দ্বৈপায়ন’ শব্দটি সন্ধি নয়, এটি তদ্ধিত প্রত্যয় যুক্ত একটি শব্দ।
এটি সংস্কৃত ভাষার ‘আয়ন’ তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত।
এই 'আয়ন' প্রত্যয় সাধারণত বংশধর বোঝাতে ব্যবহার হয়। যেমন:
-
বাৎস্য + আয়ন = বাৎস্যায়ন
-
বদর + আয়ন = বাদরায়ণ
-
দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন
অর্থাৎ ‘দ্বৈপায়ন’ মানে ‘দ্বীপের বংশধর’।
যদিও এটি নিয়ে কিছু প্রশ্নে ভুলভাবে ‘সন্ধি’ হিসেবে উল্লেখ করা হয়, তবে ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটি এলে বহু পরীক্ষায় এটি অনুসরণ করা হয়।
তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমন প্রশ্ন এলে সঠিক উত্তর হবে:
দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন
উৎস: ড. হায়াৎ মামুদের “ভাষা-শিক্ষা” গ্রন্থ।

0
Updated: 2 days ago
'বনস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
বনস + পতি
B
বনঃ + পতি
C
বন + পতি
D
বনো। + পতি

0
Updated: 1 week ago
'প্রাতরাশ'-এর সন্ধি-
Created: 2 weeks ago
A
প্রাত + রাশ
B
প্রাতঃ + রাশ
C
প্রাতঃ + আশ
D
প্রাত + আশ
• বিসর্গসন্ধির নিয়ম:
অন্তঃ, পুনঃ, প্রান্তঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ,
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ+ ঈপ = অন্তরীপ,
- পুনঃ + উত্থান = পুনরুত্থান,
- পুনঃ+ উক্তি = পুনরুক্তি,
- পুনঃ + অধিকার = পুনরধিকার।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago