A
অক্সিজেন ও গ্লুকোজ
B
অক্সিজেনে ও রক্তের আমিষ
C
ইউরিয়া ও গ্লুকোজ
D
এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড
উত্তরের বিবরণ
- আমাদের দেহে সকল কাজের জন্য অক্সিজেন দরকার।
- অক্সিজেন না হলে জীবকোষ বাঁচতে পারে না।
- রক্তের লোহিত রক্ত কণিকায় অবস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে।
- অক্সিহিমোগ্লোবিন রূপে প্রতিটি কোষে বহন করে।
- দেহকোষ রক্ত হতে অক্সিজেন ও খাদ্যসার (গ্লুকোজ, অ্যামাইনো এসিড, ফ্যাটিএসিড) গ্রহণ করে।
উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

0
Updated: 2 months ago