'বৈরাগ্য সাধনে - সে আমার নয়।' শূন্যস্থান পূরণ করুন।
A
আনন্দ
B
মুক্তি
C
বিশ্বাস
D
আশ্বাস
উত্তরের বিবরণ
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা- বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়।
কবিতাটি সংক্ষেপে-
বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়
-রবীন্দ্রনাথ ঠাকুর
বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়।
অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ। এই বসুধার
মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার
তোমার অমৃত ঢালি দিবে অবিরত
নানাবর্ণগন্ধময়। প্রদীপের মতো
সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায়
জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায়
তোমার মন্দির-মাঝে।
-------------------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থগুলো হলো:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- চৈতালী,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপুট,
- সেঁজুতি,
- শেষ লেখা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়’ কবিতা।
0
Updated: 5 months ago
“বৈরাগ্য সাধনে – সে আমার নয়” শূন্যস্থান পূরণ করুন।
Created: 1 month ago
A
মুক্তি
B
আনন্দ
C
বিশ্বাস
D
আশ্বাস
বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। প্রদত্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতার নাম।কবিতার প্রথম লাইন ও উপরের অংশটুকু।
0
Updated: 1 month ago
নিচের শূন্য স্থানে কোনটি বসবে?
কঁ গং ঙয় ছড় —
Created: 1 month ago
A
ঞষ
B
জস
C
হস
D
ঝস
প্রশ্ন: “নিচের শূন্য স্থানে কোনটি বসবে?
কঁ, গং, ঙয়, ছড় —”
সমাধান:
বাংলা বর্ণমালা:
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ
প্রদত্ত সিরিজের নিয়ম:
-
সিরিজের ১ম পদ: শুরুর ১ম ও শেষের ১ম বিজোড় বর্ণ → কঁ
-
সিরিজের ২য় পদ: শুরুর ৩য় ও শেষের ৩য় বিজোড় বর্ণ → গং
-
সিরিজের ৩য় পদ: শুরুর ৫ম ও শেষের ৫ম বিজোড় বর্ণ → ঙয়
-
সিরিজের ৪র্থ পদ: শুরুর ৭ম ও শেষের ৭ম বিজোড় বর্ণ → ছড়
অতএব, সিরিজের ৫ম পদ হবে:
-
শুরুর ৯ম ও শেষের ৯ম বিজোড় বর্ণ → ঝস
∴ শূন্যে বসবে ঝস।
0
Updated: 1 month ago
'সূর্য'-এর প্রতিশব্দ-
Created: 5 months ago
A
সুধাংশু
B
শশাঙ্ক
C
বিধু
D
আদিত্য
• 'সূর্য' এর প্রতিশব্দ - আদিত্য।
• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।
অন্যদিকে,
• 'চাঁদ' এর প্রতিশব্দ: সুধাংশু, শশাঙ্ক, বিধু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago