Edition শব্দের অর্থ
A
সংস্করণ
B
সম্পাদক
C
সম্পাদকীয়
D
অনুসন্ধান
উত্তরের বিবরণ
Edition শব্দের অর্থ হলো — সংস্করণ।
সঠিক উত্তর: ক) সংস্করণ ✅
ব্যাখ্যা:
"Edition" বলতে কোনো বই, পত্রিকা বা প্রকাশনার নির্দিষ্ট সংস্করণকে বোঝায়, যেমন:
-
First edition = প্রথম সংস্করণ
-
Revised edition = সংশোধিত সংস্করণ
অন্য অপশনগুলো:
-
সম্পাদক = Editor
-
সম্পাদকীয় = Editorial
-
অনুসন্ধান = Investigation/Search
0
Updated: 3 months ago
'শম্বর' ও 'সংবরা' শব্দদুটির অর্থ যথাক্রমে-
Created: 1 month ago
A
হরিণ ও নিবারণ করা
B
হাতি ও পানি
C
নিবারণ করা ও হরিণ
D
পানি ও হাতি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে শম্বর শব্দের একাধিক অর্থ পাওয়া যায়।
-
ডালপালার মতো ছড়ানো শিংবিশিষ্ট কালচে রঙের বড়ো হরিণ-বিশেষ।
-
মাছবিশেষ।
-
পুরাণে বর্ণিত এক প্রকার অসুর।
-
জল বা পানি।
অন্যদিকে সংবরা শব্দের অর্থ হলো দমন করা বা নিবারণ করা। এছাড়া রান্নার ক্ষেত্রে ব্যঞ্জনের স্বাদবৃদ্ধির জন্য গরম তেল বা ঘিয়ে ভাজা শুকনো লংকা, জিরা, তেজপাতা প্রভৃতি মসলার মিশ্রণকে বোঝানো হয়, যাকে ফোড়ন, বাগার বা সাঁতলানোর মসলা বলা হয়।
0
Updated: 1 month ago
Quarterly শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
সাপ্তাহিক
B
পাক্ষিক
C
ষান্মাসিক
D
ত্রৈমাসিক
‘Quarterly’ শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো ত্রৈমাসিক।
এছাড়াও,
-
‘Daily’ শব্দটির বাংলা পরিভাষা দৈনিক পত্র।
-
‘Periodical’ শব্দের বাংলা রূপ সাময়িকী।
-
‘Half-yearly’ অর্থে ব্যবহৃত হয় ষাণ্মাসিক।
-
‘Annuity’ শব্দের পরিভাষা বার্ষিক।
-
‘Fortnightly’ এর জন্য বাংলায় ব্যবহৃত হয় পাক্ষিক।
-
‘Weekly’ শব্দটির বাংলা পরিভাষা সাপ্তাহিক।
উৎস: বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।
0
Updated: 2 months ago
'বাঞ্ছা' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
বিষাদ
B
ইচ্ছা
C
উপহাস
D
কর্জ
বাঞ্ছা (বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে):
-
অর্থ: ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিলাষ, সাধ।
অন্যান্য সম্পর্কিত শব্দ:
-
বিষাদ – দুঃখ, বিষণতা
-
উপহাস – বিদ্রুপ, ঠাট্টা, পরিহাস, কৌতুক
-
কর্জ – ঋণ, ধার, হাওলাত
0
Updated: 1 month ago