‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
A
রূপতত্ত্বে
B
বাক্যতত্ত্বে
C
অর্থতত্ত্বে
D
ধ্বনিতত্ত্বে
উত্তরের বিবরণ
‘সন্ধি’ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। সন্ধি হলো ধ্বনিসংযোগ বা শব্দের দুই অংশের মিলন, যেখানে শব্দের মধ্যে ধ্বনির পরিবর্তন ঘটে এবং নতুন শব্দ বা রূপ তৈরি হয়। ধ্বনিতত্ত্বে এই ধ্বনির সংযোজন, রূপান্তর এবং পরিবর্তন নিয়েই আলোচনা করা হয়।
0
Updated: 3 months ago
নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত কোনটি?
Created: 1 month ago
A
গায়ক
B
গবাদি
C
গবেষণা
D
গোষ্পদ
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি হলো সেইসব সন্ধি যেগুলো কোনো নির্দিষ্ট নিয়ম অনুসরণ না করেই গঠিত হয়।
কিছু উদাহরণ:
-
আ + চর্য = আশ্চর্য
-
গো + পদ = গোষ্পদ
-
আ + পদ = আস্পদ
-
পর + পর = পরস্পর
-
ষট্ + দশ = ষোড়শ
-
এক + দশ = একাদশ
-
হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র
-
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
অন্যদিকে, কিছু ব্যঞ্জনসংযোগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম প্রয়োগ হয়:
-
এ, ঐ, ও, ঔ-কারের পরে এ বা ঐ স্থানে যথাক্রমে অয়, আয়, এবং ও বা ঔ স্থানে যথাক্রমে অব্, আব্ হয়ে থাকে।
উদাহরণ: -
গৈ + অক = গায়ক
-
গো + আদি = গবাদি
-
গো + এষণা = গবেষণা
-
পো + ইত্র = পবিত্র
0
Updated: 1 month ago
সন্ধির প্রধান সুবিধা কী?
Created: 1 month ago
A
পড়ার সুবিধা
B
লেখার সুবিধা
C
উচ্চারণের সুবিধা
D
শোনার সুবিধা
সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
0
Updated: 1 month ago
সন্ধির প্রধান সুবিধা কী?
Created: 4 months ago
A
পড়ার সুবিধা
B
লেখার সুবিধা
C
উচ্চারণের সুবিধা
D
শোনার সুবিধা
সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
0
Updated: 4 months ago