A
ছেলেধরা
B
প্রতিবাদ
C
বিলাতফেরত
D
উপগ্রহ
উত্তরের বিবরণ
উপপদ তৎপুরুষ সমাসে প্রথম পদ উপপদ হিসেবে থাকে এবং দ্বিতীয় পদ মূল অর্থ প্রকাশ করে, যেমন এখানে ‘ছেলেধরা’। এখানে:
ছেলে = শিশু বা বালক
ধরা = যে ধরে বা অপহরণ করে
এই সমাসে ‘ছেলে’ শব্দটি ‘ধরা’ ক্রিয়ার উপপদ হিসাবে কাজ করছে। অর্থাৎ, এটি এমন একজনকে বোঝায় যে শিশুদের ধরে বা অপহরণ করে।

0
Updated: 2 days ago