নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
উত্তরের বিবরণ
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।
0
Updated: 3 months ago
”আ” প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
পাঠিকা
B
লেখিকা
C
গায়িকা
D
কনিষ্ঠা
কিছু নরবাচক শব্দকে স্ত্রীবাচক রূপে রূপান্তর করার নিয়ম রয়েছে।
• আ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
-
বৃদ্ধ → বৃদ্ধা
-
প্রিয় → প্রিয়া
-
কনিষ্ঠ → কনিষ্ঠা
• '-অক' প্রত্যয় যুক্ত নরবাচক শব্দের নারীবাচক রূপ:
-
পাঠক → পাঠিকা
-
লেখক → লেখিকা
-
গায়ক → গায়িকা
0
Updated: 3 weeks ago
বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
কারক
B
লিখিত
C
বেদনা
D
খেলনা
বাংলা ও সংস্কৃত কৃৎ-প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ
বাংলায় কৃৎ-প্রত্যয় যুক্ত শব্দ:
-
খেলোনা = √খেল + অনা
সংস্কৃত কৃৎ-প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ:
-
কারক = √কৃ + অক
-
লিখিত = √লিখ + ত
-
বেদনা = √বিদ + অন + আ
উৎস:
উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
0
Updated: 1 month ago
ই-প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
ঘাটতি
B
বাড়তি
C
উঠতি
D
বেড়ি
ই-প্রত্যয়:
-
বিশেষ্য গঠনে 'ই' প্রত্যয় ব্যবহৃত হয়
-
উদাহরণ:
-
√ভাজ্ + ই = ভাজি
-
√বেড় + ই = বেড়ি
-
তি-প্রত্যয়:
-
বিশেষ্য ও বিশেষণ গঠনে 'তি' প্রত্যয় ব্যবহৃত হয়
-
উদাহরণ:
-
√ঘাট্ + তি = ঘাটতি
-
√বাড় + তি = বাড়তি
-
-
অন্যান্য উদাহরণ: কাটতি, উঠতি
0
Updated: 1 month ago