কোন বানানটি শুদ্ধ?
A
স্বায়ত্ব
B
স্বায়াত্ব
C
স্বায়ত্ত
D
স্বায়ত্ত্ব
উত্তরের বিবরণ
স্বায়ত্ত শব্দটি শুদ্ধ কারণ এটি সংস্কৃতের "স্ব" (নিজস্ব) এবং "আয়ত্ত" (অধিকার বা নিয়ন্ত্রণ) শব্দের মিলিত রূপ। এটি মূলত "স্বাধীন নিয়ন্ত্রণ" বা "নিজস্ব অধিকারভুক্ত" অর্থে ব্যবহৃত হয়।
বাংলা ভাষায় "স্বায়ত্ত" বানানটিই শুদ্ধ এবং প্রচলিত, যেখানে অন্য বানানগুলো ভুলধারণা বা বিকৃতির ফলে তৈরি হয়েছে। বাংলা ভাষার ব্যাকরণের নিয়ম অনুযায়ী, এ ধরনের সংযুক্ত শব্দে অতিরিক্ত "ত্ব" বা "ত্ত্ব" ব্যবহার করা সঠিক নয়; তাই শুদ্ধ রূপ স্বায়ত্ত।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
Created: 1 week ago
A
সমীচীন
B
সান্তনা
C
ফটোষ্ট্যাট
D
মুমূর্ষ
শুদ্ধ বানান নয় - ফটোষ্ট্যাট।

0
Updated: 1 week ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 week ago
A
অনির্বাচ্চ
B
অনিবাচ্য
C
অনিবার্চ্য
D
অনির্বাচ্য
শব্দ: অনির্বাচ্য
-
পদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
পদ: বিশেষণ
উৎপত্তি: সংস্কৃত
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
নিচের কোন শব্দটি ‘ণ-ত্ব বিধান’ অনুযায়ী অশুদ্ধ বানান?
Created: 1 month ago
A
ত্রিনয়ন
B
গ্রন্থ
C
অঘ্রান
D
গভর্ণর
১. শুদ্ধ বানান উদাহরণ
-
অশুদ্ধ: গভর্ণর
-
শুদ্ধ: গভর্নর
২. ণ-ত্ব বিধান যেখানে প্রযোজ্য নয়
-
সমাসবদ্ধ শব্দে
-
সাধারণত ‘ণ’ ব্যবহার হয় না, ‘ন’ থাকে।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম
-
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন
-
কখনো ণ হয় না, ন থাকে।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ
-
-
দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে
-
ণ ব্যবহার প্রয়োজন নেই।
-
উদাহরণ: গভর্নর, অঘ্রান
-

0
Updated: 1 month ago