সর্বশেষ মুঘল সম্রাটের নাম কী?
A
কায়কোবাদ
B
মুরাদ
C
১ম বাহাদুর শাহ
D
বাহাদুর শাহ জাফর
উত্তরের বিবরণ
বাহাদুর শাহ জাফর ছিলেন ভারতের মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট, যিনি ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে শেষ প্রতীকী প্রতিরোধের নেতৃত্ব দেন। তাঁর শাসনকালই ভারতের ইতিহাসে মুঘল যুগের সমাপ্তি নির্দেশ করে।
-
১৮৫৭ খ্রিস্টাব্দে ইংরেজবিরোধী সিপাহী বিদ্রোহ সংঘটিত হলে বিদ্রোহীরা তাঁকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে।
-
বিদ্রোহ দমন করার পর ইংরেজরা তাঁকে বিদ্রোহের মূল প্ররোচক হিসেবে অভিযুক্ত করে।
-
পরবর্তীতে তাঁকে রেঙ্গুন (বর্তমান ইয়াংগুন, মিয়ানমার)-এ নির্বাসনে পাঠানো হয়।
-
সেখানেই তাঁর জীবনাবসান ঘটে, যা মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত পতন ও ভারতীয় ইতিহাসে এক যুগের অবসান নির্দেশ করে।

0
Updated: 16 hours ago
আব্বাসিয় খলিফা কাদির বিল্লাহ কোন্ সুলতানকে 'আমিন-উল-মিল্লাত' উপাধিতে ভূষিত করেন?
Created: 5 days ago
A
সুলতান মাহমুদ
B
সুলতান নূহ-বিন- মানসুর
C
সুলতান মাসুদ
D
সুলতান মওদুদ
সুলতান মাহমুদ গজনভি ছিলেন গজনির আমির সবক্তুগীনের পুত্র এবং গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা আলপ্তগীনের ক্রীতদাস ও জামাতা।
মূল ধারণাসমূহ—
-
তিনি ৯৯৭ খ্রিস্টাব্দে গজনীর সিংহাসনে আরোহণ করেন এবং পরবর্তীতে গজনি সাম্রাজ্যকে একটি শক্তিশালী ইসলামী সাম্রাজ্যে রূপ দেন।
-
তাঁর শাসনামলে গজনি রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়।
-
বাগদাদের খলিফা কাদির বিল্লাহ তাঁর অবদানে সন্তুষ্ট হয়ে তাঁকে “ইয়ামিন-উদ-দৌলা” (রাষ্ট্রের ডান হাত) এবং “আমিন-উল-মিল্লাত” (ধর্মের রক্ষক) উপাধিতে ভূষিত করেন।
-
সুলতান মাহমুদ ছিলেন ইসলামের এক প্রতাপশালী শাসক ও প্রচারক, যিনি ভারতবর্ষে একাধিক অভিযান পরিচালনা করে ইসলামী প্রভাব বিস্তার করেন।

0
Updated: 5 days ago
খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় কোন্ মতবাদের উদ্ভব হয়?
Created: 5 days ago
A
আশআরী
B
মুতাজিলা
C
মুরজিয়া
D
খারেজী
মুতাযিলা (Mu‘tazila) ছিল ইসলামের ইতিহাসে একটি যুক্তিবাদী ও দার্শনিক চিন্তাধারার সম্প্রদায়, যারা ধর্মীয় বিষয়গুলোকে যুক্তি ও বুদ্ধির আলোকে বিশ্লেষণ করার পক্ষে ছিল।
মূল ধারণাসমূহ—
-
মুতাযিলারা বিশ্বাস করতেন, বুদ্ধিই সত্য ও মিথ্যা নির্ধারণের মূল মানদণ্ড।
-
তারা মানব স্বাধীন ইচ্ছা (Free Will)-এর পক্ষপাতী এবং নিয়তিবাদের (Fatalism) বিরোধী ছিল।
-
আব্বাসীয় খলিফা আল-মামুন (খলিফা: ৮১৩–৮৩৩ খ্রি.) এই মতবাদকে রাজধর্ম হিসেবে স্বীকৃতি দেন।
-
আল-মামুনের শাসনামলে মুতাযিলা মতবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় এবং বৈজ্ঞানিক ও দার্শনিক গবেষণার উন্মেষ ঘটে।
-
এই কারণে তাঁর যুগকে ইসলামী সভ্যতার জ্ঞানচর্চার স্বর্ণযুগ বলা হয়।

0
Updated: 5 days ago
'আইয়াম আল-আরব' কোন্ যুগ?হযরত ইসমাইল (আঃ) এর যুগ
Created: 21 hours ago
A
হযরত ইসমাইল (আঃ) এর যুগ
B
খৃষ্ট পূর্ব দুই শতাব্দী
C
ফিহিরের যুগ
D
প্রাক ইসলাম যুগ
প্রাক-ইসলামি যুগে আরব সমাজে গোত্রীয় বিভাজন ছিল অত্যন্ত প্রবল। সামান্য কারণেও এক গোত্রের সঙ্গে অন্য গোত্রের সংঘর্ষ শুরু হয়ে দীর্ঘস্থায়ী বৈরিতায় রূপ নিত।
-
ছোটখাট বিষয়, যেমন সম্মানহানি, সম্পদ বা প্রতিশোধের দ্বন্দ্ব, থেকেই গোত্রীয় কলহের সূত্রপাত হতো।
-
এই সংঘর্ষগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্তক্ষয়ী যুদ্ধ ও প্রতিশোধের শৃঙ্খলে চলতে থাকত।
-
এসব যুদ্ধ ও বীরত্বপূর্ণ ঘটনাবলির সামগ্রিক ইতিহাসকে ‘আইয়ামুল আরব’ বলা হয়।
-
‘আইয়ামুল আরব’ মূলত ইসলামের পূর্ব যুগে আরব গোত্রগুলোর যুদ্ধ, বীরত্ব ও প্রতিশোধের কাহিনির ধারাবাহিক দলিল, যা সে সময়ের সামাজিক ও মানসিক অবস্থার প্রতিফলন।

0
Updated: 21 hours ago