ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসকদের মধ্যে সর্বপ্রথম খাঁটি আরবী মুদ্রা কে প্রবর্তন করেন?
A
শামসুদ্দিন ইলতুৎমিশ
B
সুলতানা রাজিয়া
C
নাসিরুদ্দিন মাহমুদ
D
গিয়াসুদ্দিন বলবন
উত্তরের বিবরণ
ভারতীয় উপমহাদেশে খাঁটি আরবি মুদ্রা প্রবর্তনের কৃতিত্ব দিল্লি সালতানাতের অন্যতম বিশিষ্ট শাসক সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ-এর। তাঁর শাসনকাল ভারতীয় মুদ্রা ব্যবস্থার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে।
-
তিনি ১২১১ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সালতানাত শাসন করেন।
-
তাঁর আমলেই প্রথমবারের মতো ১৭৫ গ্রেইন ওজনের রৌপ্য মুদ্রা ‘রুপাইয়া’ প্রচলিত হয়, যা পরবর্তীকালে ভারতের প্রধান সরকারি মুদ্রা হিসেবে ব্যবহৃত হতে থাকে।
-
এই মুদ্রাগুলোর ওপর আরবি ভাষায় ধর্মীয় ও শাসনসংক্রান্ত লিপি খোদাই করা থাকত।
-
ইলতুৎমিশের এই মুদ্রা সংস্কার দিল্লি সালতানাতের অর্থনৈতিক স্থিতি ও প্রশাসনিক একতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0
Updated: 16 hours ago