‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
A
চতুর + পদ
B
চতুষ + পদ
C
চতু + পদ
D
চতুঃ + পদ
উত্তরের বিবরণ
এখানে “চতুঃ” অর্থ চার এবং “পদ” অর্থ পা। এটি বিসর্গ সন্ধি। এরুপ – ভ্রাতুষ্পুত্র, দুষ্কর ।
0
Updated: 3 months ago
'ক্ষুৎপিপাসা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ক্ষুধ্ + পিপাসা
B
ক্ষুধা + পিপাসা
C
ক্ষুদ্ + পিপাসা
D
ক্ষুৎ + পিপাসা
সূত্র (দ্ ও ধ্ এর পরিবর্তন):
-
নিয়ম: দ্ ও ধ্ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
উদাহরণ:
-
দ্ > ত্ : তদ্ + কাল = তৎকাল
-
ধ্ > ত্ : ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা
-
অন্যান্য উদাহরণ: হৃৎকম্প, তৎপর
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
0
Updated: 1 month ago
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
চতুর + পদ
B
চতুষ + পদ
C
চতু + পদ
D
চতুঃ + পদ
'চুতুষ্পদ' শব্দের সন্ধি - বিচ্ছেদ 'চতুঃ + পদ '। এটি বিসর্গ সন্ধির নমুনা। এরুপ - ভ্রাতুষ্পুত্র ।
0
Updated: 1 month ago
'শিরশ্ছেদ' - শব্দটি কোন সন্ধিতে গঠিত?
Created: 2 months ago
A
স্বর
B
ব্যঞ্জন
C
বিসর্গ
D
নিপাতনে সিদ্ধ
বিসর্গ সন্ধি
-
যখন পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকে এবং পরপদের প্রথমে কোনো ব্যঞ্জনধ্বনি আসে, তখন বিসর্গ পরিবর্তিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
-
নিয়ম অনুযায়ী:
-
যদি পরবর্তী ব্যঞ্জন চ্ বা ছ্ হয় → বিসর্গ হয় শ্
-
যদি পরবর্তী ব্যঞ্জন ট্ বা ঠ্ হয় → বিসর্গ হয় ষ্
-
যদি পরবর্তী ব্যঞ্জন ত্ হয় → বিসর্গ হয় স্
-
অন্যান্য ব্যঞ্জনের সঙ্গে বিসর্গ যুক্ত হয়ে উচ্চারিত হয়।
-
উদাহরণ:
-
দুঃ + চিন্তা = দুশ্চিন্তা
-
নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র
-
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
ইতঃ + তত = ইতস্তত
-
মনঃ + তাপ = মনস্তাপ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago