'জুন্নুরাইন' শব্দের অর্থ কী?
A
অঢেল সম্পদের অধিকারী
B
দুই কন্যার জনক
C
দুই বোনের স্বামী
D
দুই জ্যোতির অধিকারী
উত্তরের বিবরণ
তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঘনিষ্ঠ সাহাবি ও ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.)। নবী করিম (সা.)-এর পরিবারের প্রতি তাঁর গভীর সম্পর্ক ও শ্রদ্ধা ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
তিনি প্রথমে নবী করিম (সা.)-এর কন্যা রুকাইয়া (রা.)-কে বিয়ে করেন।
-
রুকাইয়া (রা.)-এর মৃত্যুর পর নবী করিম (সা.) তাঁকে আরেক কন্যা উম্মে কুলসুম (রা.)-এর সঙ্গে বিবাহ দেন।
-
ফলে তিনি নবী করিম (সা.)-এর দুই কন্যার স্বামী হওয়ার সৌভাগ্য অর্জন করেন।
-
এই কারণে তাঁকে বলা হয় “জুন্নুরাইন”, যার অর্থ “দুই নূরের অধিকারী”।

0
Updated: 16 hours ago
আরব শব্দের আভিধানিক অর্থ কী?
Created: 21 hours ago
A
মরূদ্যান
B
আরবদেশ
C
সাহসী
D
মরুভূমি
‘আরব’ শব্দটি মূলত ‘আল-আরবাতুন’ শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ ‘লতাগুল্মহীন বা অনুর্বর মরুভূমি’। এ নামটি অঞ্চলটির ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গেই গভীরভাবে সম্পর্কিত।
-
আরব উপদ্বীপ ছিল বৃক্ষ ও উদ্ভিদশূন্য বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল, যেখানে বৃষ্টিপাত অতি সামান্য ছিল।
-
এই অনুর্বর ও শুষ্ক ভূমির কারণেই অঞ্চলটির নামকরণ করা হয় ‘আরব’, অর্থাৎ লতাগুল্মহীন মরুভূমির দেশ।
-
ফলে, শব্দটির উৎপত্তিই আরব ভূখণ্ডের প্রাকৃতিক বৈশিষ্ট্য ও পরিবেশগত বাস্তবতাকে প্রতিফলিত করে।

0
Updated: 21 hours ago