‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
A
অপদার্থ
B
মূর্খ
C
নিরেট বোকা
D
নিষ্ক্রিয় দর্শক
উত্তরের বিবরণ
‘সাক্ষী গোপাল’ বাগধারাটি এমন একজনকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি কোনো ঘটনার সময় উপস্থিত থাকলেও কিছু না বলে চুপচাপ থাকেন, কেবলমাত্র দর্শকের মতো থাকেন—কোনো হস্তক্ষেপ বা প্রতিক্রিয়া দেখান না।
উদাহরণস্বরূপ:
ঘটনার পুরো সময়টা সে ছিল, কিন্তু কিছু বলেনি—ঠিক যেন সাক্ষী গোপাল!
সঠিক উত্তর: ঘ) নিষ্ক্রিয় দর্শক

0
Updated: 1 month ago
‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
গোপন চুক্তি
B
বৃহৎ ব্যাপার
C
অবিলম্বে
D
দীর্ঘস্থায়ী
বাংলা ভাষায় ‘পত্রপাঠ’ শব্দটি ব্যবহৃত হয় কোনো কাজ বা সিদ্ধান্ত বিলম্ব না করে সঙ্গে সঙ্গে করার অর্থে।
যেমন:
-
“সে পত্রপাঠ রাজি হলো।” → সে কোনো দেরি না করে সাথে সাথে রাজি হলো।
-
“আদেশ পত্রপাঠ কার্যকর করতে হবে।” → আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে।
অন্য অপশনগুলোর সাথে এর সম্পর্ক নেই:
-
গোপন চুক্তি → এটি বোঝায় না।
-
বৃহৎ ব্যাপার → ‘পত্রপাঠ’-এর মানে নয়।
-
দীর্ঘস্থায়ী → এর বিপরীত অর্থ হয়।
তাই সঠিক উত্তর গ) অবিলম্বে।

0
Updated: 1 week ago
‘বিষ নেই তার কুলোপনা চক্কর ‘বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Created: 1 week ago
A
যার কোন প্রকার ক্ষমতা নাই
B
অন্তঃসার শূন্য অবস্থা
C
ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
D
অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির অর্থ যার কোন প্রকার ক্ষমতা নেই/ অন্তঃসার শূণ্য অবস্থা/ ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ/অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন।

0
Updated: 1 week ago
‘মন না মতি’ বাগধারার অর্থ কী?
Created: 2 weeks ago
A
চালবাজি
B
অস্থির মানব মন
C
অরাজক পরিস্থিতি
D
অমূল্য সম্পদ
মন না মনি বাগ্ধারাটিত সঠিক অর্থ: অস্থির মানব মন। বাক্যের উদাহরণ: মানুষের মন তো বদলেই থাকে; কথায় বলে – ‘মন না মতি’।

0
Updated: 2 weeks ago