Which of the following could be the correct interpretation of 10110011?
A
179
B
B3
C
-77
D
All of the above
উত্তরের বিবরণ
বাইনারি সংখ্যা 10110011-এর মান ব্যাখ্যা বিভিন্ন প্রেক্ষিতে ভিন্নভাবে করা যায়। এটি unsigned, hexadecimal, বা signed (two’s complement) আকারে ভিন্ন মান প্রদর্শন করতে পারে।
মূল বিশ্লেষণ:
-
Unsigned binary (ধনাত্মক বাইনারি):
10110011 = (1×128) + (0×64) + (1×32) + (1×16) + (0×8) + (0×4) + (1×2) + (1×1)
= 128 + 32 + 16 + 2 + 1 = 179 -
Hexadecimal (Hex):
1011 0011 → B3₁₆
সুতরাং হেক্স আকারে এটি B3। -
Two’s complement (Signed 8-bit):
সর্ববাম বিটটি 1, অর্থাৎ এটি ঋণাত্মক সংখ্যা।
Invert bits → 01001100
Add 1 → 01001101 = 77
সুতরাং মানটি হবে –77।
অতএব, সব ব্যাখ্যাই সঠিক হতে পারে নির্ভর করে সংখ্যা কোনভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার উপর।

0
Updated: 20 hours ago
কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে?
Created: 1 month ago
A
রোমান
B
বাইনারি
C
দশমিক
D
ষোড়শিক
বাইনারি সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ২টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
যেমন-(১০১০)।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০ এবং ১ এই দুইটি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয়।
- বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে ২।
- এ পদ্ধতিতে ০ এবং ১ মোট ২টি মৌলিক অঙ্ক আছে।
- বাইনারি সংখ্যার মাধ্যমে কম্পিউটারের সমস্ত যোগ বিয়োগ ও অন্যান্য কার্যাদি সম্পন্ন করা হয়।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

0
Updated: 1 month ago
Which traversal will you perform to sort the elements of a binary search tree?
Created: 20 hours ago
A
Preorder
B
Postorder
C
Inorder
D
Level order
Inorder traversal একটি Binary Search Tree (BST)-এর নোডগুলোকে এমনভাবে ভিজিট করে যাতে উপাদানগুলো ascending (বর্ধমান) ক্রমে পাওয়া যায়। কারণ, BST-এর মূল বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিটি নোডের মান তার বাম সাবট্রির সকল মানের চেয়ে বড় এবং ডান সাবট্রির সকল মানের চেয়ে ছোট। তাই Left → Root → Right ক্রমে নোড ভিজিট করলে সাজানো ক্রমে ফলাফল পাওয়া যায়।
মূল বিষয়গুলো হলো:
-
Inorder (Left, Root, Right): উপাদানগুলোকে ascending sorted order-এ প্রদান করে (যেমন 1, 2, 3, 4, 5)।
-
Preorder (Root, Left, Right): ট্রির কাঠামোর একটি কপি বা ক্লোন তৈরিতে ব্যবহৃত হয়।
-
Postorder (Left, Right, Root): ট্রি ডিলিট বা এক্সপ্রেশন ইভ্যালুয়েশনে ব্যবহৃত হয়, কারণ এতে প্যারেন্টের আগে চাইল্ড নোড মুছে ফেলা হয়।
-
Level Order (Breadth-First): নোডগুলোকে স্তরভিত্তিকভাবে (level by level) ভিজিট করে, তবে এতে উপাদানগুলো সাজানো ক্রমে পাওয়া যায় না।

0
Updated: 20 hours ago
নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
Created: 1 month ago
A
১১১
B
১০১
C
০১১
D
০০১
বাইনারি সংখ্যায় ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে অর্থাৎ সংখ্যার বিটগুলােকে উল্টিয়ে, সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) গঠন পাওয়া যায়।
অতএব, ১০০ সংখ্যাটির ১ এর পরিপূরক হলো ০১১।

0
Updated: 1 month ago