জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?
A
২০১১ সালে
B
২০১২ সালে
C
২০১০ সালে
D
২০১৮ সালে
উত্তরের বিবরণ
জাতীয় শুদ্ধাচার কৌশল (২০১২)
-
দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে।
-
এতে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের ভূমিকা বর্ণনা করা হয়েছে।
-
এই কৌশলে শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বোঝানো হয়েছে।
উল্লেখযোগ্য দিক
-
জাতীয় শুদ্ধাচার কৌশল হলো দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিতকরণে সরকার প্রণীত একটি সুশাসন কৌশল।

0
Updated: 20 hours ago
ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি কোনটি?
Created: 4 weeks ago
A
আইনের শাসন
B
অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
C
পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
D
বর্ণিত সবগুলো
নৈতিক মূল্যবোধ (Moral Values):
-
নৈতিক মূল্যবোধের উৎস হলো নীতি ও উচিত-অনুচিত বোধ।
-
এটি হলো সেই মনোভাব ও আচরণ, যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য মনে করে এবং মানসিক তৃপ্তি লাভ করে।
-
নৈতিক মূল্যবোধের প্রাথমিক উৎস হলো পরিবার, শিশু প্রথম শিক্ষা পায় পরিবার থেকে।
-
উদাহরণ: অন্যায় থেকে বিরত থাকা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, দুঃস্থ ও বিপদগ্রস্তদের সহায়তা করা।
ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি:
-
পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ।
-
আইনের শাসন নিশ্চিত করা।
-
অধিকার ও সুযোগের সমতা নিশ্চিত করা।

0
Updated: 4 weeks ago
খ্যাতি বা সম্মান অর্জনের অধিকার’ কোন শ্রেণির অধিকার হিসেবে বিবেচিত হয়?
Created: 3 weeks ago
A
সাংস্কৃতিক অধিকার
B
আইনগত অধিকার
C
সামাজিক অধিকার
D
রাজনৈতিক অধিকার
সামাজিক অধিকার হলো সেই সকল অধিকার যা নাগরিকের সভ্য জীবযাপনের জন্য অপরিহার্য।
-
সামাজিক অধিকারসমূহ নিম্নরূপ:
১. জীবনের অধিকার
২. ব্যক্তি স্বাধীনতার অধিকার
৩. চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা
৪. সভা-সমিতির অধিকার
৫. খ্যাতি বা সম্মান লাভের অধিকার ইত্যাদি

0
Updated: 3 weeks ago
কোনটি পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে?
Created: 4 weeks ago
A
রাজতন্ত্র
B
মৌলিক গণতন্ত্র
C
আমলাতন্ত্র
D
সবগুলো
আমলাতন্ত্র হলো একটি স্থায়ী, বেতনভুক্ত, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারী সংগঠন, যার মাধ্যমে সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। ইংরেজিতে এটি Bureaucracy নামে পরিচিত এবং এর শাব্দিক অর্থ ‘Desk government’ বা ‘দাপ্তরিক সরকার’। আমলাতন্ত্র বলতে বোঝায় প্রশাসনিক কর্মকর্তা বা আমলাদের শাসন, যারা সুশৃঙ্খলভাবে সংযুক্ত ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।
-
ইতিহাস ও ধারণা:
-
জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার প্রথম ‘Legal and Rational Model’ এর মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
-
ম্যাক্স ওয়েবারকে বলা হয় আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক।
-
-
মূল্যবোধ ও ভারসাম্য:
-
আমলাগণ পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে।
-
একজন আমলার সিদ্ধান্ত ব্যক্তিগত মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয় এবং পেশাগত মূল্যবোধ থেকেও প্রভাবিত হয়।
-
এই উভয় প্রকার মূল্যবোধের ভারসাম্য কেবলমাত্র আমলাতন্ত্রের মধ্যেই পরিলক্ষিত হয়।
-

0
Updated: 4 weeks ago