A
অর্ধাঙ্গিনী
B
কন্যা
C
নন্দিনী
D
ভাগনী
উত্তরের বিবরণ
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ - স্ত্রী, সহধর্মিণী, ভগ্নী, বা কান্তা।

0
Updated: 2 days ago
'সূর্য'-এর প্রতিশব্দ-
Created: 2 months ago
A
সুধাংশু
B
শশাঙ্ক
C
বিধু
D
আদিত্য
• 'সূর্য' এর প্রতিশব্দ - আদিত্য।
• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।
অন্যদিকে,
• 'চাঁদ' এর প্রতিশব্দ: সুধাংশু, শশাঙ্ক, বিধু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
'শিষ্টাচার'-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
নিষ্ঠা
B
সদাচার
C
সততা
D
সংযম
• শিষ্টাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- ভদ্র ব্যবহার;
- নম্র আচরণ।
• সদাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- সৎ ও মার্জিত আচরণ,
- শাস্ত্রবিহিত আচরণ।
সুতরাং শিষ্টাচার শব্দের সমার্থক শব্দ- সদাচার।
অন্যদিকে:
---------------------
• নিষ্ঠা (বিশেষ্য)
অর্থ:
- দৃঢ় অনুরাগ; আস্থা; বিশ্বাস; শ্রদ্ধা; ভক্তি; মনোযোগ।
• সততা (বিশেষ্য)
অর্থ:
- ন্যায়পরায়ণতা; সাধুতা।
• সংযম (বিশেষ্য)
অর্থ:
- সংযতকরণ; নিয়ন্ত্রণ,
- দমন; আয়ত্তে আনয়ন (ইন্দ্রিয় সংযম)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 2 months ago
‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 months ago
A
অবনী
B
পৃথ্বী
C
নীর
D
ক্ষিতি
নেই

0
Updated: 2 months ago