Cascadeless schedules prevent:
A
deadlocks
B
aborts
C
reading uncommitted data
D
Long transactions
উত্তরের বিবরণ
Cascadeless schedule হলো এমন একটি recoverable schedule, যেখানে কোনো ট্রানজ্যাকশন অন্য কোনো uncommitted ট্রানজ্যাকশনের ডেটা পড়তে পারে না। এর মূল উদ্দেশ্য হলো dirty read বা reading uncommitted data প্রতিরোধ করা, যাতে এক ট্রানজ্যাকশনের ব্যর্থতা অন্যদের প্রভাবিত না করে।
মূল বিষয়গুলো হলো:
-
যদি কোনো Tj ট্রানজ্যাকশন Ti-এর লেখা কোনো ডেটা পড়ে, তবে Ti-এর commit অপারেশন অবশ্যই Tj-এর read অপারেশনের আগে ঘটতে হবে।
-
এই নিয়ম নিশ্চিত করে যে, কোনো ট্রানজ্যাকশন uncommitted ডেটা পড়তে পারবে না।
-
এর ফলে dirty read প্রতিরোধ হয় এবং cascading rollback বা cascading abort এড়ানো যায়।
-
Cascadeless schedule-এর সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য হলো, এটি reading uncommitted data নিষিদ্ধ করে, যা cascading abort সমস্যার মূল কারণ।

0
Updated: 20 hours ago
Television broadcasting is an example of which data transmission mode?
Created: 1 month ago
A
Half-Duplex
B
Simplex
C
Full-Duplex
D
Multiplex
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ডেটা ট্রান্সমিশন মেথড (Data Transmission Method)
ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode)
টিভি হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ।
• ডেটা ট্রান্সমিশন মোড
সিমপ্লেক্স (Simplex)
- কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা প্রথাকে বলা হয় সিমপ্লেক্স।
- সিমপ্লেক্স মোডে কেবলমাত্র এক দিকে ডেটা প্রেরণ করে থাকে।
- কিন্তু বিপরীত দিকে ডেটা প্রেরণ করতে পারে না।
- অর্থাৎ এই ব্যবস্থায় ডেটা গ্রহণ অথবা প্রেরণের যে কোন একটি সম্ভব।
- যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত প্রেরণ করতে পারে না।
- উদাহরণ-রেডিও, টিভি।
হাফ-ডুপ্লেক্স (Half-Duplex)
- এই ব্যবস্থায় উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব নয়।
- যে কোন প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- উদাহরণ-ওয়াকি টকি।
ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)
- এক্ষেত্রে একইসময়ে উভয় দিক হতে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। উদাহরণ-টেলিফোন, মোবাইল।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 1 month ago