পাউরুটি কোন ভাষার শব্দ?
A
পাঞ্জাবি
B
ফরাসি
C
গুজরাটি
D
পর্তুগিজ
উত্তরের বিবরণ
কিছু পর্তুগিজ শব্দ: পাউরুটি, আনারস, আলপিন, আলকাতরা, আলমারি, আয়া, ইংরেজ, গামলা, চাবি, জানালা, বালতি, বোতাম, মাস্তুল, সাবান।

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
Created: 1 week ago
A
২৫ টি
B
৩০ টি
C
৩২ টি
D
৩৭ টি
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [ অ্যা], [আ], [অ], [ও], উ]।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ] [স], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

0
Updated: 1 week ago
'ঞ্চ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 23 hours ago
A
ঞ্ + ছ
B
ঞ্ + চ
C
চ্ + ঞ
D
ছ্ + ঞ
‘ঞ্চ’ যুক্তবর্ণের সঠিক গঠন হলো ঞ্ + চ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 23 hours ago
সংগীত বিষয়ক গ্রন্থ 'বনগীতি' রচনা করেন কে?
Created: 2 weeks ago
A
কায়কোবাদ
B
কাজী নজরুল ইসলাম
C
গোলাম মোস্তফা
D
জসীম উদ্দীন
কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ
-
চোখের চাতক
-
নজরুল গীতিকা
-
সুর সাকী
-
বনগীতি
-
অন্যান্য গ্রন্থ
কাজী নজরুল ইসলাম
-
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম।
-
বাল্যকালে ডাকনাম: ‘তারা ক্ষ্যাপা’, ‘নজর আলী’, ‘দুখু মিয়া’।
-
বাল্যকালেই লেটোগানের দলে যোগদান; লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে ‘ব্যাঙাচি’ বলে ডাকতেন।
-
অন্যান্য ছদ্মনাম: ধূমকেতু, নুরু।
-
বাংলা সাহিত্যে পরিচিত: ‘বিদ্রোহী কবি’।
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত: ‘বুলবুল’।
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; কবি নজরুল জীবনী

0
Updated: 2 weeks ago