কালীন সারির দীর্ঘকালীন প্রবণতা পরিমাপের পদ্ধতি কয়টি?
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
উত্তরের বিবরণ
দীর্ঘকালীন প্রবণতা বা Long-term Trend নির্ধারণের জন্য সাধারণত চারটি প্রচলিত পদ্ধতি ব্যবহার করা হয়। এসব পদ্ধতির মাধ্যমে সময়ের সঙ্গে ডেটার সামগ্রিক ঊর্ধ্বগতি, নিম্নগতি বা স্থিতিশীল ধারা বিশ্লেষণ করা যায়।
প্রধান চারটি পদ্ধতি হলো—
-
(ক) লৈখিক (Graphic) পদ্ধতি: তথ্যগুলোকে গ্রাফে চিত্রায়িত করে চাক্ষুষভাবে প্রবণতা নির্ধারণ করা হয়।
-
(খ) আধা গড় (Semi-Average) পদ্ধতি: সময়–সিরিজকে সমান দুই ভাগে ভাগ করে প্রতিটির গড় বের করা হয়, তারপর প্রবণতা নির্ণয় করা হয়।
-
(গ) চলমান গড় (Moving Average) পদ্ধতি: নির্দিষ্ট সময় অন্তর গড় হিসাব করে স্বল্পমেয়াদি ওঠানামা দূর করে দীর্ঘমেয়াদি প্রবণতা প্রকাশ করা হয়।
-
(ঘ) ন্যূনতম বর্গ (Least Square) পদ্ধতি: গাণিতিকভাবে সবচেয়ে উপযুক্ত ট্রেন্ড–লাইন নির্ধারণ করা হয় যাতে প্রকৃত মান ও অনুমিত মানের পার্থক্য (error) ন্যূনতম থাকে।

0
Updated: 21 hours ago
কোন পরীক্ষণে যতজন চর্যা গ্রহণ করে তা হল-
Created: 21 hours ago
A
নমুনার আকার
B
নমুনার মান
C
নমুনার ঘনত্ব
D
কোনটিই নয়
Sample size (n) বলতে বোঝায় কোনো গবেষণা বা পরীক্ষায় কতজন পর্যবেক্ষণ বা চর্যা (Observation/Respondent) থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এটি নমুনার পরিমাণগত মান নির্দেশ করে এবং পরিসংখ্যান বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ উপাদান।
-
Sample size (n): মোট কতটি চর্যা বা পর্যবেক্ষণ নেওয়া হয়েছে।
-
Sample value: প্রতিটি চর্যা থেকে প্রাপ্ত নির্দিষ্ট মান বা ডেটা।
-
Sample distribution: নমুনা থেকে পাওয়া মানগুলোর বণ্টন বা ঘনত্বের ধরণ, যা সমগ্রকের বৈশিষ্ট্য অনুমান করতে সহায়তা করে।
অতএব, “যতজন চর্যা গ্রহণ করা হয়েছে” – সেটিই Sample size (n) নির্দেশ করে।

0
Updated: 21 hours ago
দ্বিপদী বিন্যাসের পরামান যথাক্রমে -
Created: 1 hour ago
A
n ও q
B
n ও p
C
p ও q
D
n ও c
Parameters of binomial distribution is n,p
Here, n= number of trial and
P= probability of success

0
Updated: 1 hour ago
কোন চিত্র থেকে মধ্যমা নির্দেশ করা যায়?
Created: 1 hour ago
A
আয়ত লেখ
B
অজিভ রেখা
C
দন্ড চিত্র
D
পাই চিত্র
ক্রম সঞ্চিত ঘটন সংখ্যা (ogive) হলো এমন একটি গ্রাফিক উপস্থাপনা, যেখানে বহুভুজের বিন্দুসমূহকে সরলরেখা দিয়ে সংযুক্ত না করে কেবল ডেটার ক্রম বা সঞ্চিত প্রকৃতি দেখানো হয়।
এই ধরনের ogive ব্যবহার করে সহজেই মধ্যমা (median), কোটাইল এবং অন্যান্য সঞ্চিত পরিসংখ্যান নির্ণয় করা যায়।

0
Updated: 1 hour ago