দুটি স্বাধীন দ্বৈব চলক X ও Y এর ভেদাংক যথাক্রমে ৯ ও ৭ হলে X-Y এর আদর্শ বিচ্যুতি কত হবে?
A
২
B
৪
C
৮
D
১৬
উত্তরের বিবরণ
দেওয়া আছে, দুটি স্বাধীন দ্বৈব চলক X ও Y এর ভেদাংক যথাক্রমে ৯ ও ৭
আমরা জানি,
Var(X−Y) = Var(X) + Var(Y)
= 9 + 7 = 16,
SD(x-y) = 4

0
Updated: 21 hours ago
দুটি চলকের নির্ভরাংকদ্বয় যথাক্রমে ১.৪৫ ও ০.৬৩ হলে চলকদ্বয়ের সংশ্লেষাংক কত?
Created: 1 hour ago
A
০.৯৬
B
০.৭৮
C
০.৮৫
D
০.৯১
Here,
bXY=1.45, bYX=0.63
r=√(1.45 × 0.63)
=0.96

0
Updated: 1 hour ago
তিনটি সম্পর্কযুক্ত চলক X১, X২, X৩ এর রৈখিক সংশ্লেষাংক r১২=০.৫৯, r১৩=০.৪৬, r২৩=০.৭৭ হলে আংশিক সংশ্লেষাংক r১২.৩ এর মান কত?
Created: 21 hours ago
A
- ০.৯৫
B
০.৯৫
C
০.৬৫
D
০.৭৫
এই প্রশ্নের প্রকৃত উত্তর (০.৪২ প্রায়) অপশনে নাই। তবে সম্ভবত প্রশ্নটি "মৌলিক পরিসংখ্যান পরিচিতি" - এমকে রয়, রবীন্দ্র নাথ শীল এর বইয়ের ৩০৮নং পৃষ্ঠায় হুবহু রয়েছে। তবে বইয়ের সমাধানেও ভুল রয়েছে। যেহেতু এটা বই থেকে হুবহু তুলে দেওয়া প্রশ্ন মনে হচ্ছে তাই আমরা বই অনুসারে উত্তর (খ) ০.৯৫ নিচ্ছি।
রেফারেন্স: পৃষ্ঠা-৩০৮ মৌলিক পরিসংখ্যান পরিচিতি / এমকে রয়- রবীন্দ্র নাথ শীল।

0
Updated: 21 hours ago
কোন একটি চলকের মান যদি -১৪, -২২,-৩২, -৪৬, -২৭ তবে তার পরিসর হবে-
Created: 1 hour ago
A
৩২
B
-৩২
C
৬০
D
কোনটিই নয়
পরিসর (Range) = সর্বোচ্চ মান − সর্বনিম্ন মান
প্রদত্ত সংখ্যা:
− 14, − 22, − 32, − 46, − 27
সর্বোচ্চ মান = −14
সর্বনিম্ন মান = −46
So, পরিসর = - 14 - (- 46)
= 32

0
Updated: 1 hour ago