পরীক্ষণের নকশায় আমরা কোন ফ্যাক্টর যাচাই করি?
A
প্রতিক্রিয়াশীল (Responding) চলক
B
নিয়ন্ত্রিক (Controlled) চলক
C
পরীক্ষণ(Experimental) চলক
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
যেমন, একজন কৃষক জানতে চান কোন ধরণের সার ফসলের উৎপাদন বেশি বাড়ায়। এই ক্ষেত্রে একটি প্রায়োগিক পরীক্ষা (Experiment) পরিচালনা করা হয়, যেখানে দেখা হয়—
Experimental factor (সারের ধরন) কীভাবে Responding variable (ফসলের উৎপাদন)–কে প্রভাবিত করে।
-
এখানে “সার” হলো Experimental চলক (Independent Variable), কারণ এর ধরন বা পরিমাণ গবেষক ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করেন।
-
অন্যদিকে “ফসলের উৎপাদন” হলো Responding বা Dependent Variable, যা সারের পরিবর্তনের ফলে পরিবর্তিত হয়।
-
পরীক্ষার উদ্দেশ্য হলো সারের বিভিন্ন ধরন বা পরিমাণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে এর প্রভাব যাচাই করা।

0
Updated: 21 hours ago
জনসংখ্যা পরিবর্তনে নিচের কোনটি গুরুত্বপূর্ণ নিয়ামক?
Created: 5 hours ago
A
মাইগ্রেশান
B
মানব উন্নয়ন প্রতিবেদন
C
জীবন প্রত্যাশা
D
কোনটিই নয়
জনসংখ্যা পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হলো Migration বা Immigration। মানুষের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর জনসংখ্যার আকার, ঘনত্ব ও গঠনে সরাসরি প্রভাব ফেলে। এটি অভ্যন্তরীণ (দেশের ভেতরে) বা আন্তর্জাতিক (দেশান্তর) উভয়ভাবেই হতে পারে।
-
অভ্যন্তরীণ অভিবাসন জনসংখ্যার স্থানীয় বণ্টন পরিবর্তন করে; যেমন—গ্রাম থেকে শহরে স্থানান্তর।
-
আন্তর্জাতিক অভিবাসন কোনো দেশের মোট জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস ঘটাতে পারে।
-
কর্মসংস্থান, শিক্ষা, নিরাপত্তা, রাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগের মতো কারণ অভিবাসনের মূল প্রভাবক।
-
অভিবাসন কেবল জনসংখ্যা সংখ্যা নয়, বরং বয়স, লিঙ্গ, দক্ষতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য—এসব দিকেও পরিবর্তন আনে।

0
Updated: 5 hours ago
ভেদাংক বিশ্লেষণ কে উদ্ভাবন করেন?
Created: 20 hours ago
A
পিয়ারসন
B
সি,আর, রাও
C
আর,এ,ফিশার
D
পি,সি,মহোলনবিস
R. A. Fisher পরিসংখ্যানবিদ্যা ক্ষেত্রে একজন প্রতিভাবান বিজ্ঞানী, যিনি ভেদাংক বিশ্লেষণ (Analysis of Variance, ANOVA) উদ্ভাবন করেন।
-
ভেদাংক বিশ্লেষণ হলো এমন একটি পদ্ধতি যা একাধিক গ্রুপ বা ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য বা প্রভাব যাচাই করতে ব্যবহৃত হয়।
-
Fisher-এর এই উদ্ভাবন পরিসংখ্যানিক পরীক্ষা ও গবেষণার ক্ষেত্রে মৌলিক অবদান হিসেবে বিবেচিত।
-
এটি বিশেষভাবে প্রয়োগ করা হয় বৈজ্ঞানিক পরীক্ষা, কৃষি গবেষণা এবং সামাজিক বৈজ্ঞানিক গবেষণায়।

0
Updated: 20 hours ago
গাছের দৈর্ঘ্য ও মানুষের দৈর্ঘ্যের পরিমাপে দুই চলকের মধ্যে কোন ধরনের সংশ্লেষ বিদ্যমান?
Created: 5 hours ago
A
ধনাত্মক
B
ঋণাত্মক
C
শুন্য
D
পূর্ণ ধনাত্মক
কারণ গাছের দৈর্ঘ্য ও মানুষের উচ্চতার মধ্যে বাস্তব জীবনে কোনো সরাসরি বা প্রাকৃতিক সম্পর্ক নেই, তাই এদের মধ্যে সম্পর্ক বা সংশ্লেষন (correlation) প্রযোজ্য নয়।
-
অর্থাৎ, গাছের লম্বা বা ছোট হওয়া মানুষের উচ্চতার উপর কোনো প্রভাব ফেলে না।
-
তাই এই উদাহরণ পরিসংখ্যানিক বিশ্লেষণে যৌক্তিক নয়।
-
বাস্তব জীবনের যৌক্তিক সম্পর্ক দেখাতে অন্য চলক যেমন আয় ও ব্যয়, উচ্চতা ও ওজন ব্যবহার করা বেশি প্রাসঙ্গিক।

0
Updated: 5 hours ago