পাউরুটি কোন ভাষার শব্দ?
A
পাঞ্জাবি
B
ফরাসি
C
গুজরাটি
D
পর্তুগিজ
উত্তরের বিবরণ
কিছু পর্তুগিজ শব্দ: পাউরুটি, আনারস, আলপিন, আলকাতরা, আলমারি, আয়া, ইংরেজ, গামলা, চাবি, জানালা, বালতি, বোতাম, মাস্তুল, সাবান।
0
Updated: 3 months ago
কোনটি অলুক তৎপুরুষ?
Created: 1 month ago
A
হাতেপায়ে
B
তেলেভাজা
C
কানেখাটো
D
পথেপ্রবাসে
অলুক তৎপুরুষ সমাস:
-
যখন পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে তৎপুরুষ সমাস গঠিত হয়, তখন তাকে অলুক তৎপুরুষ সমাস বলা হয়।
-
‘অলুক’ অর্থ অ-লোপ, অর্থাৎ লোপ বা বিভাজন না হওয়া।
উদাহরণ:
-
সোনার তরী = সোনার তরী
-
চিনির বলদ = চিনির বলদ
-
তেলেভাজা = তেলেভাজা
-
খেলার মাঠ = খেলার মাঠ
অলুক দ্বন্দ্ব সমাস:
-
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর বিভক্তি সুস্পষ্ট না হয়ে সমস্ত পদ একসঙ্গে যুক্ত থাকে, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়।
উদাহরণ:
-
কোলে ও পিঠে = কোলেপিঠে
-
দুধে ও ভাতে = দুধেতাতে
-
আদায়-কাঁচকলায়, আগেপিছে, কাগজে-কলমে, ধীরেসুস্থে, ক্ষেতেখামারে, দলেদলে, দুঃখেসুখে, হাতেপায়ে, হাতেনাতে, যাকেতাকে, ঝোপেঝাড়ে, মনেপ্রাণে, জলেডাঙায়, পথেপ্রবাসে ইত্যাদি
0
Updated: 1 month ago
ব্যাকরণের কোন শাখায় 'বিশেষ্য', 'সর্বনাম', 'ক্রিয়া' আলোচিত হয়?
Created: 1 month ago
A
রূপতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
ধ্বনিতত্ত্ব
D
অর্থতত্ত্ব
রূপতত্ত্ব হলো ভাষার সেই শাখা যা মূলত শব্দ এবং তার গঠন ও উপাদান নিয়ে আলোচনা করে।
আলোচ্য বিষয়সমূহ:
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি পদ
-
শব্দ গঠনের প্রক্রিয়া (যেমন: উপসর্গ, প্রত্যয়, সংযুক্তি)
0
Updated: 1 month ago
‘চর্যাপদ’ হলো-
Created: 1 month ago
A
একগুচ্ছ ধর্মোপদেশ
B
সাধন সংগীত
C
জীবনাচরণ পদ্ধতি
D
নীতিকথা
চর্যাপদ হলো গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেছেন।
চর্যাপদ সম্পর্কে তথ্য:
-
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন।
-
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
-
ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
-
চর্যাপদের চর্যাগুলো বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেছেন।
-
চর্যাপদে বৌদ্ধধর্মের কথা উল্লেখ রয়েছে।
-
চর্যাপদকে তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
-
১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
0
Updated: 1 month ago