প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-
A
তত্ত্ববোধিনী
B
সবুজপত্র
C
কল্লোল
D
ধূমকেতু
উত্তরের বিবরণ
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। ১৯১৪ সালে (বাংলা ১৩২১ সালের ২৫ বৈশাখ) এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 1 month ago
‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 3 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
আবুল কালাম আজাদ
C
খান মুহাম্মদ মঈনুদ্দিন
D
মোহাম্মদ নাসিরুদ্দিন
‘সওগাত’ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন
‘সওগাত’ পত্রিকা ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯১৮ সালে) মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করে। পত্রিকার অন্যতম প্রধান লেখক ছিলেন কাজী নজরুল ইসলাম। করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন তিনি ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ শিরোনামে একটি ছোটগল্প সওগাতে পাঠান, যা তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখাটি ছিল।
‘সওগাত’-এর অন্যান্য উল্লেখযোগ্য লেখকরা হলেন:
-
বেগম রোকেয়া,
-
কাজী আবদুল ওদুদ,
-
আবুল কালাম শামসুদ্দীন,
-
আবুল মনসুর আহমদ এবং
-
আবুল ফজল।
এছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর ও সত্যেন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় তাদের লেখনী প্রকাশ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
'সংবাদ প্রভাকর' কত সালে দৈনিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয়?
Created: 3 weeks ago
A
১৮৩১ সালে
B
১৮৩৬ সালে
C
১৮৩৯ সালে
D
১৮৪১ সালে
সংবাদ প্রভাকর:
-
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
-
তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
-
কিছুদিনের মধ্যেই পত্রিকাটি বন্ধ হয়ে যায়, কিন্তু ১৮৩৬ সালে পুনরায় প্রকাশিত হয়।
-
১৮৩৯ সালে এটি বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
-
সংবাদ প্রকাশের পাশাপাশি পত্রিকায় সাহিত্যচর্চাও হতো।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্রর প্রাথমিক রচনাগুলোও সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হয়েছিল।
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাগুলোও সম্পাদনা করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago
’দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদক কে?
Created: 3 days ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
কাজী নজরুল ইসলাম
C
আবুল কালাম শামসুদ্দীন
D
মুজাফফর আহমেদ
আবুল কালাম শামসুদ্দীন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তিনি ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাশ করেন এবং পরে কলকাতার রিপন কলেজে বিএ শ্রেণিতে ভর্তি হন। তবে ১৯২০-২১ সালের খিলাফত ও অসহযোগ আন্দোলনের কারণে বিএ পরীক্ষা না দিয়ে কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে উপাধি পরীক্ষা (১৯২১) পাশ করেন।
-
জন্ম: ৩ নভেম্বর, ১৮৯৭, ত্রিশাল, ময়মনসিংহ
-
পেশা: সাংবাদিক, সাহিত্যিক
-
সম্পাদনা কাজ:
-
১৯২৩: সহযোগী সম্পাদক, দৈনিক মোহাম্মদী
-
১৯২৬: সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগ
-
১৯৩৬–১৯৫৮: দৈনিক আজাদ-এর সম্পাদনা বিভাগ, দীর্ঘ ২২ বছর
-
উল্লেখযোগ্য রচনা:
-
কচি পাতা (শিশুসাহিত্য)
-
ত্রিস্রোতা (অনুবাদ)
-
পোড়োজমি বা অনাবাদী জমি
-
দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন)
-
ইলিয়ড (বঙ্গানুবাদ)
-
পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস)
দৈনিক আজাদ পত্রিকাটিও তার দীর্ঘ সময়কাল সম্পাদনার মাধ্যমে প্রভাবশালী হয়।

0
Updated: 3 days ago