বিজোড় পর্যায়কাল (Odd Period) বাছাই করার কারণ হলো, এতে গড় মান (Average) সহজে কেন্দ্রীয় সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
-
অর্থাৎ, পর্যায়কালের মধ্যবর্তী মানকে কেন্দ্র ধরে গড় নির্ণয় করা যায়।
-
এটি বিশেষভাবে কালীন সারি (Time Series) বিশ্লেষণে চলকের ধারা নির্ণয়ে সুবিধাজনক।
-
বিজোড় পর্যায়কাল ব্যবহার করলে trend estimation ও seasonal variation নির্ধারণে হিসাব সহজ হয়।