কোন্ মুগল সম্রাটের শাসনামলে চিত্রকলার চরম উৎকর্ষ সাধিত হয়?
A
সম্রাট বাবর
B
সম্রাট হুমায়ুন
C
সম্রাট আকবর
D
সম্রাট জাহাঙ্গীর
উত্তরের বিবরণ
সম্রাট জাহাঙ্গীর ছিলেন শিল্প, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী সম্রাট, যার আমলে মুঘল সভ্যতা শিল্পকলার এক অনন্য উচ্চতায় পৌঁছায়। তাঁর রুচি, পৃষ্ঠপোষকতা ও নান্দনিক দৃষ্টিভঙ্গি মুঘল শিল্পধারাকে নতুন মাত্রা প্রদান করে।
-
তিনি ছিলেন চিত্রকলা, সাহিত্য ও শিল্পকলার প্রতি গভীর অনুরাগী।
-
তাঁর শাসনামলে মুঘল চিত্রকলার সর্বোচ্চ উৎকর্ষ সাধিত হয় এবং এতে প্রকৃতি, প্রাণীজগৎ ও মানবমূর্তির বাস্তবচিত্র অঙ্কনে অসাধারণ নিপুণতা দেখা যায়।
-
জাহাঙ্গীরের সঙ্গীতপ্রেমও ছিল প্রসিদ্ধ; তিনি সঙ্গীতজ্ঞদের পৃষ্ঠপোষকতা দিতেন ও রাজসভায় সঙ্গীতচর্চা উৎসাহিত করতেন।
-
তাঁর আমলকে মুঘল শিল্প ও সংস্কৃতির সুবর্ণ যুগের ধারাবাহিকতা হিসেবে গণ্য করা হয়।

0
Updated: 21 hours ago