সেমেটিক জাতি কোন নবীর বংশধরদের অন্তর্ভুক্ত?
A
হযরত আদম (আঃ)
B
হযরত নূহ (আঃ)
C
হযরত ইদ্রিস (আঃ)
D
হযরত ইবরাহিম (আঃ)
উত্তরের বিবরণ
সেমেটিক জাতি বলতে নূহ (আঃ)-এর পুত্র শাম-এর বংশধরদের বোঝানো হয়, যারা ইতিহাসে প্রাচীন মধ্যপ্রাচ্যের সভ্যতা ও ধর্মীয় ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত।
-
এই বংশধরদের মধ্যে আরব, হিব্রু, আসিরীয় ও ফিনিশীয় জাতিগোষ্ঠী অন্তর্ভুক্ত।
-
এরা প্রধানত পশ্চিম এশিয়া ও আরব উপদ্বীপে বসবাস করত এবং ভাষা ও সংস্কৃতিতে পারস্পরিক মিল ছিল।
-
এই সেমেটিক জনগোষ্ঠীর মধ্য থেকেই পরবর্তীতে বিশ্বের তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্মের জন্ম হয়—ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্ম।
-
ফলে, সেমেটিক জাতি মানবসভ্যতার ধর্মীয় ও সাংস্কৃতিক বিকাশে মৌলিক ভূমিকা পালন করেছে।

0
Updated: 21 hours ago
ইয়াজিদের মনোনয়ন সম্পর্কে কে রাজনৈতিক কবিতা রচনা করেছিলেন?
Created: 5 days ago
A
ওমর ইবনে আবী রাবীয়াহ
B
লাবীদ ইবনে রাবীয়াহ
C
হাসসান ইবনে ছাবিত
D
মিসকিন আল্ দারিমি
উমাইয়া খলিফা মুয়াবিয়া (রা.) যখন তাঁর পুত্র ইয়াজিদকে উত্তরসূরি হিসেবে মনোনীত করতে দ্বিধায় ছিলেন, তখন মিসকিন আল-দারিমি নামের এক কবি ইয়াজিদের প্রশংসায় রাজনৈতিক কবিতা রচনা করেন।
মূল ধারণাসমূহ—
-
মিসকিন আল-দারিমি তাঁর কবিতার মাধ্যমে ইয়াজিদের গুণাবলি ও যোগ্যতা তুলে ধরেন।
-
এই কবিতা মুয়াবিয়ার মানসিক দ্বিধা দূর করতে প্রভাব ফেলে, ফলে তিনি ইয়াজিদকে উত্তরসূরি মনোনয়নে আগ্রহী হন।
-
কবিতার মাধ্যমে মিসকিন আল-দারিমি মুয়াবিয়া ও ইয়াজিদের ঘনিষ্ঠতা অর্জন করেন।
-
এই ঘটনা ইসলামী ইতিহাসে রাজনৈতিক কবিতার প্রভাবের অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত।

0
Updated: 5 days ago
কোন্ যুদ্ধে অসংখ্য হাফেজে কোরআন শহীদ হয়েছিলেন?
Created: 21 hours ago
A
বদরের যুদ্ধে
B
ওহুদের যুদ্ধে
C
ইয়ারমুকের যুদ্ধে
D
তাবুকের যুদ্ধে
সঠিক উত্তর: ইয়ামামার যুদ্ধ
৬৩৩ খ্রিস্টাব্দে খলিফা আবু বকর (রা.) ইসলামবিরোধী বিদ্রোহ দমনের উদ্দেশ্যে মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রা.)-কে প্রেরণ করেন, যিনি ভণ্ড নবী মুসায়লামা কায্জাবের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে অংশ নেন।
-
এই যুদ্ধে মুসায়লামা কায্জাব পরাজিত ও নিহত হয়, ফলে বিদ্রোহ দমন সম্ভব হয়।
-
তবে যুদ্ধে বিপুল সংখ্যক কুরআনের হাফেজ সাহাবি শহীদ হন, যা কুরআন সংরক্ষণে উদ্বেগ সৃষ্টি করে।
-
এ পরিস্থিতিতে আবু বকর (রা.) সাহাবি যায়েদ বিন সাবিত (রা.)-কে কুরআন সংকলনের দায়িত্ব প্রদান করেন, যা ইসলামী ইতিহাসে কুরআন রক্ষার প্রথম আনুষ্ঠানিক উদ্যোগ হিসেবে গণ্য হয়।

0
Updated: 21 hours ago
কার শাসনামলকে 'অগস্টান যুগ' বলা হয়?
Created: 16 hours ago
A
হারুন-অর-রশীদ
B
আল্ আমীন
C
আল মামুন
D
খালেদ বার্মাকী
খলীফা আল-মামুন এর শাসনকাল ইসলামী ইতিহাসে জ্ঞান, সংস্কৃতি ও বিজ্ঞানের বিকাশের এক অতুলনীয় স্বর্ণযুগ হিসেবে বিবেচিত। তাঁর সময়েই ইসলামি সভ্যতা বিশ্বের শীর্ষস্থানীয় জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পায়।
-
তাঁর শাসনামলকে মুসলিম ও ইসলামের ইতিহাসে “স্বর্ণযুগ” (The Golden Age of Islamic Civilization) বলা হয়।
-
এই সময়েই বাগদাদে বায়তুল হিকমা (House of Wisdom) প্রতিষ্ঠিত হয়, যেখানে গ্রিক, ফারসি ও ভারতীয় পুস্তকসমূহের অনুবাদ ও গবেষণার মাধ্যমে বিজ্ঞান, দর্শন ও চিকিৎসাবিদ্যা ব্যাপকভাবে উন্নত হয়।
-
ইতিহাসবিদরা আল-মামুনের যুগকে “Augustan Age of Islam” নামেও অভিহিত করেছেন, কারণ এই সময়ে ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চা রোমান সাম্রাজ্যের অগাস্টান যুগের মতোই শীর্ষে পৌঁছে গিয়েছিল।

0
Updated: 16 hours ago