ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?
A
সাধুরীতি
B
চলিতরীতি
C
কথ্যরীতি
D
লেখ্যরীতি
উত্তরের বিবরণ
ভাষার সাধুরীতি সাধারণত তৎসম শব্দবহুল হয়। এটি বাংলা ভাষার একটি প্রাচীন রূপ, যা সংস্কৃত ভাষার প্রভাবমুক্ত না হয়ে অনেক তৎসম শব্দ ধারণ করেছে। সাধুরীতিতে শব্দের গঠন, বাক্যরীতি ও শৈলী অত্যন্ত মার্জিত এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকে, এবং এই রীতিতে প্রাচীন ব্যাকরণের বিধিগুলি মেনে লেখা হয়।
এতে অনেক তৎসম শব্দ যেমন—আত্মজ্ঞান, উপদেশ, কর্তব্য, ভবিষ্যৎ, প্রত্যাশা ইত্যাদি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
Created: 7 hours ago
A
কথ্য ভাষা
B
লেখ্য ভাষা
C
সাধু ভাষা
D
চলিত ভাষা
সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষা হলো বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ। এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত। সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা অপেক্ষা স্বল্প প্রাঞ্জল।
"সাধু" শব্দের এক অর্থ শিষ্ট, মার্জিত বা ভদ্ররীতি সঙ্গত। রাজা রামমোহন রায় তাঁর "বেদান্ত গ্রন্থ" রচনাটিতে শব্দটি ব্যবহার করেছিলেন।

0
Updated: 7 hours ago
পাউরুটি কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
পাঞ্জাবি
B
ফরাসি
C
গুজরাটি
D
পর্তুগিজ
কিছু পর্তুগিজ শব্দ: পাউরুটি, আনারস, আলপিন, আলকাতরা, আলমারি, আয়া, ইংরেজ, গামলা, চাবি, জানালা, বালতি, বোতাম, মাস্তুল, সাবান।

0
Updated: 1 month ago
ভাষার মূল উপকরণ কী?
Created: 2 weeks ago
A
বাক্য
B
ধ্বনি
C
শব্দ
D
বর্ন
ভাষার মূল ভিত্তি – ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক/মূল উপাদান – ধ্বনি। ভাষার মূল উপকরণ – বাক্য। ভাষার প্রাণ – অর্থবোধক বাক্য।

0
Updated: 2 weeks ago