‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
A
সংস্কৃত
B
আরবি
C
ফারসি
D
তুর্কি
উত্তরের বিবরণ
আরবি ভাষায় ‘কলম’ শব্দের অর্থ হলো লেখার জন্য ব্যবহৃত একটি যন্ত্র বা উপকরণ। এটি বাংলা ভাষায় আরবি থেকে আসা অনেক তদ্ভব শব্দের একটি উদাহরণ। আরও কিছু আরবি শব্দ: আল্লাহ, কোরবানী, কুরআন, কিয়ামত, এজলাস, খারিজ, কিতাব, রায়, নগদ, বাকি, আদালত।
0
Updated: 3 months ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
জলচ্ছাস
B
জলোচ্ছাস
C
জলোচ্ছ্বাস
D
জলোচ্চাস
বাংলা একাডেমি প্রকাশিত আধুনিক বাংলা অভিধান অনুসারে সঠিক বানান হলো জলোচ্ছ্বাস। শব্দটির অর্থ সমুদ্র বা নদীর জলে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়ে তীর উপচে পড়া বা ভয়াবহ জলবন্যা। এটি সাধারণত ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসজনিত প্রাকৃতিক দুর্যোগ বোঝাতে ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
ভাষার মৌলিক অংশ কয়টি?
Created: 2 months ago
A
তিনটি
B
চারটি
C
পাঁচটি
D
ছয়টি
বাংলা ভাষার মৌলিক অংশ – ৪ টি। ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. অর্থ
0
Updated: 2 months ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 2 months ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
| মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
|---|---|---|---|
| চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
| পড়্ | আ | পড়া | কৃদন্ত |
| শুন্ | আ | শোনা | কৃদন্ত |
| বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago