কোন্ যুদ্ধের মাধ্যমে সাময়িক ভাবে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে এবং পুনরায় আফগান শাসন প্রতিষ্ঠিত হয়?
A
চৌসার যুদ্ধ
B
বিলগ্রামের যুদ্ধ
C
গোগরার যুদ্ধ
D
খানুয়ার যুদ্ধ
উত্তরের বিবরণ
১৫৪০ খ্রিস্টাব্দের ১৭ মে, কনৌজের নিকটবর্তী বিলগ্রাম নামক স্থানে মুঘল ও আফগান বাহিনীর মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে বিবেচিত।
-
এই যুদ্ধে সম্রাট হুমায়ুন দুর্ভাগ্যবশত আফগান শাসক শের শাহ সূরির হাতে পরাজিত হন।
-
শের শাহের জয়লাভের ফলে মুঘল সাম্রাজ্যের সাময়িক পতন ঘটে এবং তিনি ভারতে আফগান শূরী বংশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন।
-
শের শাহের শাসনামল ছিল প্রশাসনিক দক্ষতা, রাজস্ব সংস্কার ও সড়কব্যবস্থা উন্নয়নের জন্য বিশেষভাবে স্মরণীয় ও প্রভাবশালী।

0
Updated: 21 hours ago
খিলাফতের প্রাথমিক পর্যায়ে কয়জন ভন্ড নবীর আবির্ভাব ঘটে?
Created: 16 hours ago
A
৪জন
B
৫জন
C
৬জন
D
৭জন
খিলাফতের প্রাথমিক পর্যায়ে, ইসলামের শত্রুরা ধর্ম ও রাজনৈতিক ঐক্য ভাঙার উদ্দেশ্যে নিজেদের ভণ্ড নবী হিসেবে ঘোষণা করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছিল। এই ঘটনা ইসলামী ইতিহাসে “ভণ্ড নবীদের আবির্ভাব” নামে পরিচিত।
-
এ সময় একাধিক ব্যক্তি মিথ্যা নবুওতের দাবি করে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
তোলায়হা আল-আসদী
-
সাজাহ বিনতে হারিস
-
মুসায়লামা কায্জাব
-
আসওয়াদ আল-আনসি
-
-
এরা বিভিন্ন অঞ্চলে নিজেদের অনুসারী তৈরি করে ইসলামী ঐক্যের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠিত করে।
-
পরবর্তীতে খলিফা আবু বকর (রা.)-এর দৃঢ় নেতৃত্বে মুসলিম বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই ভণ্ড নবীদের বিদ্রোহ সম্পূর্ণভাবে দমন করেন।

0
Updated: 16 hours ago
'আইয়াম আল-আরব' কোন্ যুগ?হযরত ইসমাইল (আঃ) এর যুগ
Created: 21 hours ago
A
হযরত ইসমাইল (আঃ) এর যুগ
B
খৃষ্ট পূর্ব দুই শতাব্দী
C
ফিহিরের যুগ
D
প্রাক ইসলাম যুগ
প্রাক-ইসলামি যুগে আরব সমাজে গোত্রীয় বিভাজন ছিল অত্যন্ত প্রবল। সামান্য কারণেও এক গোত্রের সঙ্গে অন্য গোত্রের সংঘর্ষ শুরু হয়ে দীর্ঘস্থায়ী বৈরিতায় রূপ নিত।
-
ছোটখাট বিষয়, যেমন সম্মানহানি, সম্পদ বা প্রতিশোধের দ্বন্দ্ব, থেকেই গোত্রীয় কলহের সূত্রপাত হতো।
-
এই সংঘর্ষগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্তক্ষয়ী যুদ্ধ ও প্রতিশোধের শৃঙ্খলে চলতে থাকত।
-
এসব যুদ্ধ ও বীরত্বপূর্ণ ঘটনাবলির সামগ্রিক ইতিহাসকে ‘আইয়ামুল আরব’ বলা হয়।
-
‘আইয়ামুল আরব’ মূলত ইসলামের পূর্ব যুগে আরব গোত্রগুলোর যুদ্ধ, বীরত্ব ও প্রতিশোধের কাহিনির ধারাবাহিক দলিল, যা সে সময়ের সামাজিক ও মানসিক অবস্থার প্রতিফলন।

0
Updated: 21 hours ago
'জাজিরাতুল আরব' প্রধানত কয়টি অঞ্চলে বিভক্ত?
Created: 21 hours ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়। প্রতিটি অঞ্চলের প্রকৃতি, জলবায়ু ও জীবনযাত্রা ভিন্ন হলেও, এদের সম্মিলিত বৈশিষ্ট্যই আরব সভ্যতার ভিত্তি গঠন করেছে।
-
মরু অঞ্চল (Arabian Desert): এটি উপদ্বীপের বৃহত্তম অংশজুড়ে বিস্তৃত। এখানে বালুময় মরুভূমি, শুষ্ক জলবায়ু ও সীমিত উদ্ভিদজগৎ বিদ্যমান।
-
পাহাড়ী অঞ্চল (Arabian Petraca): মূলত পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। এখানে পাথুরে পাহাড়, উপত্যকা ও দুর্গম এলাকা দেখা যায়।
-
উর্বর অঞ্চল (Arabian Felix): দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত এই অঞ্চলটি তুলনামূলকভাবে সবুজ ও কৃষির উপযোগী, যেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত ও উর্বর মাটি রয়েছে।

0
Updated: 21 hours ago