'আরবদের নিরো' কাকে বলা হয়?
A
হাজ্জাজ বিন ইউসুফ
B
ওবায়দুল্লাহ
C
ইয়াজিদ
D
আফতাব হারুবী
উত্তরের বিবরণ
হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া শাসনামলের একজন প্রভাবশালী কিন্তু অত্যন্ত কঠোর প্রশাসক। তাঁর শাসননীতি ও পদক্ষেপ একদিকে যেমন রাষ্ট্রীয় শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, অন্যদিকে তা নির্মমতা ও নিষ্ঠুরতার দৃষ্টান্ত হিসেবেও পরিচিত।
-
তিনি মাওয়ালী অর্থাৎ অনারব নওমুসলিমদের ওপর জিজিয়া ও খারাজ কর আরোপ করেন, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
-
তাঁর শাসনামলে সহস্রাধিক মানুষকে সামান্য অপরাধে বন্দি করা হয়, ফলে প্রশাসনে ভয়ের পরিবেশ তৈরি হয়।
-
এমনকি তিনি নিজের জামাতা ও ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ বিন কাসিমকে মৃত্যুদণ্ড দেন।
-
যদিও তাঁর প্রশাসনিক দক্ষতা ও রাষ্ট্রীয় অবদান গুরুত্বপূর্ণ ছিল, তবুও তাঁর নিষ্ঠুরতা ও দমননীতির কারণে ইতিহাসে তাঁকে “আরবদের নিরো” উপাধিতে অভিহিত করা হয়।

0
Updated: 21 hours ago