নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
A
৮০
B
১১৪
C
১০৮
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
উপরের দুইটি সংখ্যার যোগফল কে নিচের সংখ্যাটি দ্বারা গুণ করলে মাঝখানের সংখ্যাটি পাওয়া যায়।
এখানে,
৪ + ৮ = ১২ ⇒ ১২ × ৯ = ১০৮
একইভাবে,
৫ + ৪ = ৯ ⇒ ৯ × ১২ = ১০৮
সঠিক উত্তর: ১০৮

0
Updated: 22 hours ago
একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
Created: 1 month ago
A
৩০ ফুট
B
৪০ ফুট
C
১০ ফুট
D
২০ ফুট
প্রশ্ন: একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
সমাধান:

∴ A ও B এর মধ্যকার দূরত্ব ২০ - ১০ = ১০ ফুট

0
Updated: 1 month ago
০.৪ × ০.০২ × ০.০৮ = ?
Created: 1 month ago
A
০.০০০৬৪
B
৬.৪০০০০
C
০.৬৪০০০
D
০.০৬৪০০
প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
সমাধান:
০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪

0
Updated: 1 month ago
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
Created: 4 weeks ago
A
নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
B
নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
C
নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
D
নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী, যখন শব্দগুলোকে বর্ণনানুক্রমিকভাবে সাজানো হয়, আমরা পাই নিম্নলিখিত ক্রম:
-
নিদর্শন
-
নিম্নোক্ত
-
নিরাময়
-
নিরাসক্ত
-
নিষ্ক্রিয়
-
নিসর্গ
সুতরাং, সঠিক উত্তর হলো খ)।

0
Updated: 4 weeks ago