একজন মহিলা বলছেন, 'আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।' মহিলার বয়স কত?
A
২৩ বছর
B
৩৪ বছর
C
৪৫ বছর
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
ধরি, মহিলার বয়স ৪৫ বছর।
তাহলে বয়স উল্টালে পাওয়া যায় ৫৪ বছর, যা তাঁর স্বামীর বয়স।
শর্ত অনুযায়ী, স্বামীর বয়স > মহিলার বয়স।
বয়সের পার্থক্য = ৫৪ - ৪৫ = ৯ বছর
বয়সের যোগফল = ৫৪ + ৪৫ = ৯৯ বছর
অতএব, পার্থক্য/যোগফল = ৯/৯৯ = ১/১১, যা মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।
∴ মহিলার বয়স ৪৫ বছর।

0
Updated: 22 hours ago
নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
Created: 1 month ago
A
রা ত্র হো অ
B
র বা ধী প নি
C
দ্র তা রি দা
D
সা ব ব অ ধ্যা
প্রশ্ন: নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
সমাধান:
অহোরাত্র (অব্যয়)
দিবারাত্র; সর্বক্ষণ
- এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয় - রবীন্দ্রনাথ ঠাকুর
(ক্রিয়া বিশেষণ) এক সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা।
{(তৎসম বা সংস্কৃত) অহন্=অহঃ + রাত্রি= অহোরাত্র; দ্বন্দ্বসমাস}
সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 1 month ago
২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
Created: 4 weeks ago
A
শনিবার
B
সোমবার
C
বৃহস্পতিবার
D
শুক্রবার
২০১৮ সালের ১২ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত = ৬৪ দিন
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।
প্রশ্নে, ৬৪ দিন = (৯ × ৭) + ১ দিন
৬৪ তম দিন = শনিবার

0
Updated: 4 weeks ago
‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?
Created: 1 month ago
A
topic
B
examination
C
party
D
participant
প্রশ্ন: ‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?
সমাধান:
Participant বা প্রতিযোগী/অংশগ্রহনকারী ছাড়া প্রতিযোগিতা অসম্ভব।
Topic, Examination, Party - ছাড়াও প্রতিযোগীতা হতে পারে।

0
Updated: 1 month ago