A
England
B
Italy
C
France
D
Denmark
উত্তরের বিবরণ
The play 'Hamlet' written by William Shakespeare tells the story of a prince seeking revenge for his father’s murder.
- The setting of the play is in 'Denmark'.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- Hamlet, Shakespeare রচিত সবচেয়ে সংক্ষিপ্ত tragedy.
• এর কেন্দ্রীয় চরিত্র Hamlet জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যেতার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর Hamlet পিতৃহত্যার প্রতিশোধ নিতে চান এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায়।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
- In Shakespeare's play "Hamlet", 'Ophelia' is Hamlet's love interest.
- Ophelia, Hamlet এর একমাত্র female character, the beloved/lover of the Main Character Hamlet, the daughter of Polonius and the sister of Laertes.
• এই Tragedy এর অন্যতম চরিত্র গুলো হচ্ছে -
- Hamlet,
- Claudius,
- Horatio,
- Laertes,
- Polonius,
- Ophelia,
- Horatio,
- Gertrude, etc.
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- 'There is divinity that shapes our end'.
• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.
Source: Britannica and Live MCQ Lecture

0
Updated: 3 days ago
Shakespeare composed much of his plays in what sort of verse?
Created: 2 days ago
A
Alliterative verse
B
Sonnet form
C
lambic pentameter
D
Daetylic Haxameter
Shakespeare composed much of his plays in Iambic pentameter.
Iambic Pentameter
- A rhythmic Pattern. Pentameter means a group or unit of five people or five things.
• William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- William Shakespeare composed much of his plays in the form of poetry. Often in a meter called iambic Pentameter.
Source: Encyclopedia Britannica and Live MCQ Lecture.

0
Updated: 2 days ago
Who wrote The Tempest?
Created: 12 hours ago
A
William Shakespeare
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
John Milton

0
Updated: 12 hours ago
Othello is a Shakespeare's play about-
Created: 2 days ago
A
A Jew
B
A Roman
C
A Turk
D
A Moor
উইলিয়াম শেক্সপিয়ারের “Othello” নাটক
“Othello” একটি ট্র্যাজেডি ধরণের নাটক। এটি একটি মুর (অর্থাৎ আফ্রিকান বংশোদ্ভূত) ভেনিস সেনার জেনারেল Othello-কে কেন্দ্র করে লেখা হয়েছে। তার স্ত্রীর নাম Desdemona, যিনি একজন ভেনিশিয়ান সম্ভ্রান্ত ব্যক্তি Brabantio-র কন্যা।
▪ মূল থিম:
নাটকটির মূল বিষয় হলো — ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর ঈর্ষা।
▪ গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Othello – নাটকের নায়ক, ভেনিসের মুর জেনারেল।
-
Desdemona – ওথেলোর স্ত্রী এবং ব্রাবানশিও-র মেয়ে।
-
Iago – নাটকের খলনায়ক (villain), ওথেলোর সঙ্গী এবং বিশ্বাসঘাতক।
-
Cassio – ওথেলোর বিশ্বস্ত লেফটেন্যান্ট।
-
Emilia – ইয়াগোর স্ত্রী এবং দেশডিমোনার সহচরী।
-
Brabantio – দেশডিমোনার বাবা, একজন সেনেটর।
-
Roderigo – এক ধনী ভেনিশিয়ান, যিনি দেশডিমোনাকে ভালোবাসেন।
-
Duke of Venice – ভেনিস শহরের রাজনৈতিক ও সামরিক প্রধান।
▪ নাটকের মূল ঘটনা
Iago খুব ধূর্তভাবে Othello-কে বোঝায় যে তার স্ত্রী Desdemona নাকি Cassio-র সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
এই মিথ্যা কথায় বিশ্বাস করে Othello এতটাই ঈর্ষান্বিত ও ক্ষিপ্ত হয়ে ওঠে যে, সে Desdemona-কে হত্যা করে। পরে যখন সত্য প্রকাশ পায়, তখন Othello অনুতপ্ত হয়ে নিজেই আত্মহত্যা করে। শেষে Iago-র ষড়যন্ত্র সকলের সামনে চলে আসে।
▪ একটি মানসিক রোগের নাম এই নাটকের চরিত্র Othello-র নাম অনুসারে রাখা হয়েছে:
এই রোগের নাম Othello Syndrome, যেখানে কেউ তার সঙ্গীর প্রতি অকারণে অতিরিক্ত সন্দেহ পোষণ করে।
▪ বিখ্যাত কিছু উক্তি
-
“She loved me for the dangers I had passed, And I loved her that she did pity them.”
(সে আমাকে ভালোবেসেছিল আমার বিপদের জন্য, আর আমি তাকে ভালোবেসেছিলাম কারণ সে আমার জন্য সহানুভূতি দেখিয়েছিল।) -
“O, beware, my lord, of jealousy: It is the green-eyed monster which doth mock The meat it feeds on.”
(হে প্রভু, ঈর্ষা থেকে সাবধান! এটি একসবুজ চোখের দানব, যা নিজেরই শিকারকে নিয়ে উপহাস করে।) -
“I kissed thee ere I killed thee: no way but this, Killing myself, to die upon a kiss.”
(তোমাকে চুমু খেয়েছিলাম তোমাকে মারার আগে, আর এখন চুমুর মধ্য দিয়েই নিজেকে শেষ করলাম।) -
“Then must you speak Of one that loved not wisely but too well.”
(তখন তোমাকে বলতে হবে, সে ভালোবাসতে জানতো না বুদ্ধিমানের মতো, বরং অতিরিক্ত ভালোবেসেছিল।)Source: Britannica and SparkNotes.

0
Updated: 2 days ago