একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
A
মা
B
খালা
C
বোন
D
কন্যা
উত্তরের বিবরণ

0
Updated: 22 hours ago
পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
Created: 20 hours ago
A
১৮ (সঠিক উত্তরঃ ১৭)
B
২০
C
২২
D
২৪
প্রশ্ন: পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
সমাধান:
ধরি,
ধারাবাহিক পাঁচটি পূর্ণসংখ্যার ক, ক + ১, ক + ২, ক + ৩, ক + ৪
প্রশ্নমতে,
(ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪)/৫ = ১৫
বা, ৫ক + ১০ = ১৫ × ৫
বা, ৫ক + ১০ = ৭৫
বা, ৫ক = ৬৫
∴ ক = ১৩
সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা = ১৩ + ৪ = ১৭
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

0
Updated: 20 hours ago
কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে?
Created: 22 hours ago
A
B
C
D
এখানে, প্রতিটি চিত্রে একটি করে বর্গ বৃদ্ধি পায় এবং আগের চিত্রে যা ছায়াঘেরা থাকে পরের চিত্রে তা ফাঁকা থাকে এবং আগের চিত্রে যা ফাঁকা থেকে পরের চিত্রে তা ছায়াঘেরা হয়।
চিত্রগুলো ১ম কলামে উপর থেকে নিচে তারপর নিচের সারিতে বাম থেকে ডানে যায় এবং তারপর শেষ কলামে নিচ থেকে উপরে উঠে।

বড় বর্গকে একটি 3 × 3 ম্যাট্রিক্স বিবেচনা করি।
প্রথমে ১ম চিত্রে 1,1; 2,1; 3,1 ঘরে বর্গ আছে,
২য় চিত্রে1,1; 1,2; 1,3 এর পাশাপাশি 3,2 ঘরে একটি বর্গ আসে,
তারপর ৩য় চিত্রে 3,3 ঘরে ১টি বর্গ বাড়ে,
৪র্থ চিত্রে 2,3 ঘরে একটি বর্গ বাড়ে, সুতরাং ৫ম চিত্রে 1,3 ঘরে একটি বর্গ বাড়বে।
উল্লিখিত সকল বৈশিষ্ট্য বিবেচনায় সঠিক উত্তর হবে অপশন: ক

0
Updated: 22 hours ago
সেই জুটি নির্বাচন করুন যা- 'Children : pediatrician' জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
Created: 22 hours ago
A
Adult : Orthopedist
B
Kidney : Nephrologist
C
Females : Gynecologist
D
Skin : Darmatologist
প্রশ্ন: সেই জুটি নির্বাচন করুন যা- 'Children : pediatrician' জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
এই প্রশ্নে দুটি শব্দের মধ্যে সম্পর্ক বোঝাতে বলা হয়েছে। এখানে Children : Pediatrician জুটিতে দেখা যাচ্ছে, শিশুদের রোগ চিকিৎসা করেন শিশুরোগ বিশেষজ্ঞ। অর্থাৎ প্রথম শব্দটি একজন মানুষের একটি নির্দিষ্ট শ্রেণি, আর দ্বিতীয়টি সেই শ্রেণির রোগ নিরাময়কারী চিকিৎসক। এই সম্পর্কটি বজায় রেখে নিচের জুটিগুলোর বিশ্লেষণ করলে দেখা যায়—
-
Adult : Orthopedist – এটি সঠিক নয়, কারণ অর্থোপেডিস্ট শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশু ও বৃদ্ধ—সব বয়সের মানুষের হাড় ও মাংসপেশির রোগ নিরাময় করেন।
-
Kidney : Nephrologist – এটি ভুল, কারণ এখানে কিডনি কোনো ব্যক্তি নয়, বরং দেহের একটি অঙ্গ, আর নেফ্রোলজিস্ট সেই অঙ্গের রোগ বিশেষজ্ঞ।
-
Female : Gynecologist – এটি সঠিক সম্পর্ক প্রকাশ করে। কারণ নারী মানুষের শ্রেণি বোঝায়, আর গাইনোকোলজিস্ট নারী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক।
-
Skin : Dermatologist – এটিও ভুল, কারণ চামড়া মানুষ নয়, দেহের একটি অংশ মাত্র, আর ডার্মাটোলজিস্ট সেই অংশের রোগ বিশেষজ্ঞ।
সুতরাং এখানে Children ও Female উভয়ই মানুষ, আর Pediatrician ও Gynecologist উভয়ই নির্দিষ্ট শ্রেণির মানুষের চিকিৎসক। তাই Children : Pediatrician এর মতো সম্পর্ক প্রকাশ করে এমন সঠিক জুটি হলো Female : Gynecologist।

0
Updated: 22 hours ago