A
John Dryden
B
Alexander Pope
C
William Wordsworth
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
The most famous romantic poet of English literature is William Wordsworth.
- He was one of the founders of English Romanticism and one of its most central figures and important intellects.
• William Wordsworth (1770 -1850)
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।
- William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- French Revolution এর মূল ছিল Liberty, equality and Fraternity.
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.
• তাঁর আরো কয়েকটি উপাধি হচ্ছে -
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet.
-
• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Peter Bell,
- The Recluse,
- The World is too Much with Us,
- Tintern Abbey,
- Rainbow/ My Heart Leaps Up,
- To The Cuckoo,
- Laodamia,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael etc
• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.
• অন্যদিকে,
• John Dryden হচ্ছেন The restoration Period/The Neoclassical period এর একজন English poet, dramatist, and literary critic, যিনি তাঁর সময়ের সাহিত্যিক প্রেক্ষাপটে এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে, তাঁর যুগটিকে 'The Age of Dryden' হিসাবেও ধরা হয়।
• Alexander Pope is the most famous poet of The Augustan Age/ The Neoclassical period.
- এই যুগের অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• T. S. Eliot কে Modern Period বা বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica and Live MCQ Lecture.

0
Updated: 3 days ago
Lord of the Flies was written by ________
Created: 4 days ago
A
William Shakespeare
B
William Wordsworth
C
William Golding
D
T.S. Eliot
Lord of the Flies
-
Lord of the Flies হচ্ছে উইলিয়াম জেরাল্ড গোল্ডিং-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস।
-
এটি লেখকের প্রথম উপন্যাস, যা ১৯৫৪ সালে প্রকাশিত হয়।
-
এই বইতে মানুষের ভেতরের অন্ধকার দিক, নীতিহীনতা ও বর্বরতার রূপ তুলে ধরা হয়েছে।
-
গল্পে দেখা যায়, পারমাণবিক যুদ্ধের ভয় থেকে কিছু ব্রিটিশ শিশু-কিশোরকে একটি বিমানে করে এক দূরবর্তী অজানা দ্বীপে পাঠানো হয়।
-
তবে দুর্ঘটনাবশত প্লেনটি ভেঙে পড়ে এবং বড়দের সবাই মারা যায়।
-
একা পড়ে যাওয়া শিশুরা ধীরে ধীরে নিয়ম শৃঙ্খলা ভুলে বর্বর ও নিষ্ঠুর আচরণ করতে শুরু করে।
-
এই উপন্যাসে ভাল ও মন্দ, নৈতিকতা ও নৃশংসতা, এবং মানব স্বভাবের আসল চেহারা তুলে ধরা হয়েছে।
উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো:
-
জ্যাক (Jack)
-
র্যালফ (Ralph)
-
পিগি (Piggy)
-
সাইমন (Simon)
-
রজার (Roger)
লেখক পরিচিতি:
-
উইলিয়াম জেরাল্ড গোল্ডিং ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার ও কবি।
-
তিনি ১৯৮৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তার লেখাগুলোর মূল বিষয় ছিল মানবজীবনের বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্ব।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে:
-
Pincher Martin
-
Darkness Visible
-
Free Fall
-
The Spire
-
The Inheritors ইত্যাদি।
সূত্র: ব্রিটানিকা

0
Updated: 4 days ago
Who is the greatest modern English dramatist?
Created: 2 months ago
A
Virginia Woolf
B
George Bernard Shaw
C
P. B. Shelley
D
S. T. Coleridge
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক
- He is considered to be the greatest modern English dramatist.
-তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.
• অন্যদিকে,
- P. B. Shelley এবং S. T. Coleridge হচ্ছেন Romantic Period এর বিখ্যাত কবি।
- Virginia Woolf modern period এর একজন সুপরিচিত novelist.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman; Encyclopedia Britannica

0
Updated: 2 months ago
What kind of play is 'Julius Caesar'?
Created: 3 days ago
A
romantic
B
anti-romantic
C
comedy
D
historical
'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy.
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Ceasar এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্র কারীরা Ceasar এর বন্ধু Brutus কেও Ceasar এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- To stop Caesar from gaining too much power, Brutus and the conspirators kill him on the Ides of March.
- Mark Antony drives the conspirators out of Rome and fights them in a battle.
- Brutus and his friend Cassius lose and kill themselves, leaving Antony to rule in Rome.
• Important characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia etc.
• এই tragedy এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে -
- "Cowards die many times before death
The valiant never taste of death but once."
- 'Veni, Vidi, Vici (I came, I saw, I conquered')
- 'Brutus, you too!'.
Source: Britannica.

0
Updated: 3 days ago